শুক্রবার, এপ্রিল ১১, ২০১৪

মেহেরপুরে পূর্বালী ব্যাংক থেকে তামাক চাষীর ৪৮ হাজার টাকা লুট

মেহেরপুর পূর্বালী ব্যাংকে এক তামাক চাষীর কাছ থেকে অভিনব কায়দায় প্রায় ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের চাদ আলীর ছেলে কৃষক জাহাজান আলী মেহেরপুর পূর্বালী ব্যাংকে তামাক বিক্রীর টাকা তুলতে আসে ঐ সময় সে ৮৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে তাকে ১০ টাকার নোট সরবরাহ করা হয়। এদিকে ঐ চাষী বড় নোট চাওয়ায় গ্রাহক বেশী এক প্রতারক বড় নোট দেবে বলে পাশে নিয়ে ৩০ হাজার টাকার বড় নোট দেয়। এসময় ঐ প্রতারক চাষীকে টাকা গুনতে বলে তার পাশে রাখা ৪৮ হাজার টাকা নিয়ে কৌশলে কেটে পরে। দীর্ঘক্ষন খোঁজা খুঁজি করেও প্রতারককে না পেয়ে সে কান্নায় ভেঙ্গে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন