রবিবার, এপ্রিল ১৩, ২০১৪

বেপরোয়া মটর সাইকেল


নববর্ষ উপলক্ষে বিত্তবানদের কেনাকাটার ধুম ॥ অসহায় গরিব দুঃখী মানুষেরা


আশরাফুল ইসলাম : নববর্ষ উপলক্ষে কুষ্টিয়া শহরের মার্কেট গুলো এখন ব্যস্ত। পোষাকোতে ভিড় বেধেছে ক্রেতা সাধারণেরা। বৈশাখী পোশকের পসরা সাজিয়েছে দোকানিরা। পিছিয়ে নেই কসমেটিকসের দোকান গুলোও। কুষ্টিয়ার কাঁচা বাজার সহ মাছ মাংসের দোকান গুলোতে পড়েছে বৈশাখী প্রভাব। দাম আকাশ চুম্মি হলেও উচ্চবিত্তদের কেনাকাটার কমতি নেই, নিম্ন বিত্তরা অসহায় ভাবে শুধু চেয়ে চেয়ে দেখছে। আর বাড়ির ছেলে মেয়েদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। বাঙালীর বৈশাখির অন্যতম খাদ্য ইলিশ হলেও তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেক উর্ধ্বে। কেজিতে ৪ থেকে ৫ টি ওজনের ইলিশের দাম ১ হাজার থেকে ১৫ শত টাকা। বৈশাখ উপলক্ষে বৈশাখী অনুষ্ঠান গুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ কুষ্টিয়ার ব্যবসায়ীসহ সকল পর্যায়ের জনসাধারণ। এ উপলক্ষে কিছু সুবিধাভোগীরা লটারীর নামে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সব মিলিয়ে কুষ্টিয়া শহরে চলছে উৎসব মুখর পরিবেশ। সব শ্রেনী পেশার মানুষ নববর্ষকে স্বাগত জানাতে না পারলেও উচ্চবিত্তদের কোন কমতি নেই। ডিজে পার্টির মোত বিজাতীয় সংস্কৃতিতেও আকৃষ্ট হচ্ছে অনেক যুবক যুবতীরা। যেখানে প্রশাসনের কোন নজর নেই।  এলাকায় এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ধরনের বয়েজ গ্র“প বা
বিভিন্ন সংগঠন। বৈশাল উপলক্ষে এই দলগুলো কে কার থেকে বেশি সাউন্ডে গান বাজাতে পারে, কে কার চেয়ে পাল্লা দিয়ে মোটর সাইকেল রেস (পাল্লা) দিতে পারে। মনে হয় এ যেন শহরের এনএস রোডে এক প্রতিযোগিতার ঝড় বইছে। এদিকে বিগত বছরের ন্যায় এবারেও উঠতি বয়সী কিশোরদের বেপরোয়া মটর সাইকেল চালানোর দৃশ্য চোখে পড়ছে শহরের প্রধান সড়ক সহ আশ পাশ এলাকা গুলোতে। দল বেধে মটর সাইকেল চালানোর ঘটনা ঘটছে হর হামেশাই। এতে সড়ক দূর্ঘটনা আশংকা বাড়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন