রবিবার, এপ্রিল ১৩, ২০১৪

ইবি ছাত্রদল নেতা কামরুলের শয্যাপাশে মেহেদী রুমী


ষ্টাফ রিপোটার : ছাত্রলীগের হামলায় আহত ইবি ছাত্রদলের অর্থসম্পাদক কামরুল ইসলামকে দেখতে গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুমারখালী-খোকসা আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এসময় তিনি তার শারীরিক খোজখবর নেন এবং শয্যাপাশে কিছু সময় কাটান। এসময় আরো উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড.তোজাম্মেল হোসেন, জিয়াউর রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. রুহুল আমিন ভুইয়া, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, জেলা কৃষকদল নেতা মোকারম হোসেন মোকা, জেলা যুবদল নেতা খন্দকার সামসুজ্জাহিদ, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুল ইসলাম প্রমুখ।  উল্লেক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের
২দিনের ডাকা ধর্মঘটের প্রথম দিনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ভাত খাওয়ার সময় ইবি ছাত্রদলের অর্থ সম্পাদক কামরুল ইসলামের উপর ছাত্রলীগ কর্মীরা আকস্মিক হামলা চালায়। ১৫/২০ জন ছাত্রলীগ কর্মী ও চাকরি প্রত্যাশি বহিরাগতরা উপর্যুপুরি কিল-ঘুষি, লাথি ও চেয়ার দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে। পরে পুলিশ সাধারণ শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ইবি মেডিকেল সেন্টারে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে কামরুল কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন