বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০১৪

খোকসায় বই পাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

১লা বৈশাখ ১৪২১ বাংলা শুভ নববর্ষ উপলক্ষে খোকসার শিমুলিয়া মোল্লপাড়া গ্রামে শহীদ রউফ -রেজা স্মৃতি পাঠাগারের উদ্যোগ সকাল ১০ টায় লিয়াকত আলী উম্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে গ্রন্থাগারে বই পাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিশোর হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক। মোঃ সাইফুর রহমান আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সভাপতি মোঃ আব্দুল মোতালেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ আশরাফুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ ছাদেকুর রহমান। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও বৃক্ষপ্রেমী মোঃ লিয়াকত আলী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গ্রন্থাগারে বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরষ্কার বিতরন করেন। উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস-সংস্কৃতি, গল্প,
কবিতা, ছড়া, উপন্যাস, ভ্রমণ, সাহিত্য, বিজ্ঞান ও ধর্ম বিষয়ের উপর বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আব্দুল খালেক (পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি), প্রভাষক ওয়াজেদ আলী, সাহিত্যক জামাল শেখ, ও মোঃ আল-আমিন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন