বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০১৪

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ভবন পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য গণকবর গুলোকে সংরক্ষন করে স্মৃতিস্তম্ভ করা হবে 

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বৃদ্ধির ব্যবস্থা করেছে এবং প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র নির্মান করছে। যার মাধ্যমে মুক্তিযোদ্ধারা নিজেরা নিজেদের অর্থায়নে চলতে পারে। তিনি বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ভবন পরিদর্শনকালে সাংবাদিকের এসব কথা বলেন। তিনি আরও বলেন, যেখানে গণকবর রয়েছে সেগুলোকে সংরক্ষন করে স্মৃতিস্তম্ভ করবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কিভাবে পাকিস্তানী হানাদার বাহিনীরা বর্বচিত হামলা করেছিলো গণমানুষের উপর গণহত্যা করেছিলো সেটা যেন মানুষের স্মৃতিপটে জাগরুক থাকে সেজন্য আমরা স্মৃতিস্তম্ভ করবো।  দেশে ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা নতুন কমিটির মাধ্যমে নীতিনির্ধারন করে আবার উপজেলা পর্যায়ে যাচাই বাছাই করে এবং ভারতীয় যেসব তালিকা গ্রহণ করে এবং লাল মুক্তিবার্তার যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকে তাহলে সেটা গ্রহণ করে সাধারন মুক্তিযোদ্ধাদের সামনে যাচাই বাছাই করে ভুয়া মুক্তিযোদ্ধাদের
বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে।  এসময় মন্ত্রীর সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মারুফ সিদ্দিকী, যুগ্ম সচিব আবুল কাশেম, কুমারখালী-খোকসা আসনে এমপি আব্দুর রউফ, উপ-বিভাগীয় প্রকৌশলীসহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা ও শিলাইদহ কুঠিবাড়ী পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন