বৃহস্পতিবার, মে ২৯, ২০১৪

কুমারখালীর পান্টি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

সাধারণ জনগণ ন্যুনতম সেবা থেকে বঞ্চিত হবেনা সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে

- হাফিজুর রহমান

শরীফুল ইসলাম, কুমারখালী : জনগন তাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে বারবার চেয়ারম্যান নির্বার্চিত করায় আমি পান্টি ইউনিয়ন বাসির কাছে চির ঋণী। আমি সব সময় প্রান্তিক জনগনের সুবিধা নিয়ে কাজ করার চেষ্টা করি, যে কারনে সারা দেশে শ্রেষ্ট কয়েকজন চেয়ারম্যানের তালিকায় স্থান করে নিতে পেরেছি, জেলায় প্রথম হওয়ার গৌবরটুকুও আপনাদের সর্বজনতার। গতকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১০নং পান্টি ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা পূর্বে পান্টি ইউনিয়নের বার বার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান, কুমারখালী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ’র সভাপতিতে সর্ব সাধারণের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে ২০১৪-২০১৫ অর্থ বছরের সর্বমোট ব্যয় ৭৮,১৩,৬৩৪/= টাকা এবং সর্বমোট প্রাপ্তি ৭৮,১৩,৬৩৪/= টাকা (সম্ভাব্য) ঘোষিত বাজেটের স্বাগত বক্তব্যে তিনি বলেন, জনগণের চাহিদা ও আকাঙ্খার প্রতিফলন ঘটবে এ বাজেটে। তিনি আরো বলেন, সাধারণ জনগন নুন্যতম সেবা থেকে বঞ্চিত হবেনা সেদিকে আমার সবসময় সজাগ দৃষ্টি থাকবে ইনশাল্লাহ। বাজেট সভায় আকবর আলী জোয়ারদারের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সচিব মহিউদ্দিনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সকাল ১০ টায় সম্ভাব্য প্রকাশিত বাজেট সভায় প্রবীণ ব্যক্তিত্ব ইসলাম উদ্দিন মিঞা বিশেষ অতিথি ছাড়াও সদস্য আব্দুস সালাম, আব্দুল আলিম, রওশন আলী, এনামুল হক এতিম, সাবেক সদস্য আব্দুল আজিজ ও চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রেজাউল করিম মিলন, শহিদুল ইসলাম, শামসুল আলম, মোজাম্মেল হক, রমজান আলী, রাজু আহম্মেদ, জিন্না মিঞা প্রমূখ চেয়ারম্যান হাফিজুর রহমানকে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ায় ধন্যবাদ ও জনগণের সেবা সুবিধার প্রতি লক্ষ্য রেখে সুন্দর এবং জনগণের কাঙ্খিত আশা প্রতিফলিত করার জন্য বাজেট ঘোষণা করায় ভূয়ষী প্রশংসা করে বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন