বৃহস্পতিবার, মে ২৯, ২০১৪

কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। “আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের গিয়ে শেষ হয়। এরপর সিভিল সার্জনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আজিজুন নাহার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরর উপ-পরিচালক ডাঃ মাসুদুজ্জামান, সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তা পারভেজ আকতার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ্জোহরা, স্বাস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তা শামসুল আলম প্রমুখ। বক্তারা বলেন, একজন সুস্থ্য মা’ই কেবল পারে একটি সুস্থ্য শিশুর জন্ম দিতে। আর একটি সুস্থ্য শিশু কেবল একটি পরিবার বা বাবা-মা’রই কাম্য নয়
দেশের প্রতিটি নাগরিকের কাম্য। কারন আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। একটি সুস্থ্য জাতি গঠনে একটি সুস্থ্য শিশু বড়ই জরুরি প্রয়োজন। বক্তারা বলেন, একটি কন্যা শিশু জন্মের পর থেকে বেড়ে ওঠা এবং শেষ পর্যন্ত মা’ হওয়া পর্যন্ত একজন নারীর প্রতি আমাদের সকলের সাহায্য সহযোগিতার হাত সকল সময় প্রসারিত থাকে। মেরী স্টোপস ক্লিনিক, সুর্যের হাসি ক্লিনিক, এফপিএবি, কুষ্টিয়া পৌরসভা, ব্র্যাক, নগরস্বাস্থ্য কেন্দ্র, আদ-দ্বীন হাসপাতাল ও আরবান এর যৌথ সহযোগিতা জেলা সিভিল সার্জন কর্মসুচীর আয়োজন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন