বৃহস্পতিবার, মে ২৯, ২০১৪

কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পে উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোনচা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বর থেকে “ আসুন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস র‌্যালী শুরু হয়। কুষ্টিয়া পৌরসভার বাস্তবায়নে ইউএনএফপিএ-এর অর্থায়নে সৃজনী বাংলাদেশের পরিচালনায় আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের উদ্যোগে র‌্যালীটি শহরের ১২টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভায় শেষ হয়। র‌্যালীটি পিকআপ গাড়ী এবং অটোরিক্সায় ব্যানার, প্লেকার্ড, লিফলেট, মাথায় ক্যাপ ও বাদ্যযন্ত্র নিয়ে প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে কুষ্টিয়া পৌরসভায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুষ্টিয়া পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাহেলা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। সেই কারণে আমরা এই প্রকল্পেল মাধ্যমে অতি স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ডেলিভারী ও সিজার সংক্রান্ত অপারেশন করানো হয়। রাত-দিন ২৪ ঘন্টা অভিজ্ঞ মেডিকেল অফিসার কর্তৃক
রোগীর ভর্তি গ্রহণ ও সেবা প্রদান, সার্বক্ষণিক অভিজ্ঞ নার্স দ্বারা রোগীদের সেবা যতœ ও সহযোগীতা প্রদান করা হয়। নগর মাতৃসদন কেন্দ্রে সার্ভিস ফি ২০ টাকা, নরমাল ডেলিভারী ফি ৮০০ থেকে ১০০০ টাকা, সিজারিয়ান অপারেশন ৫ দিনের ঔষধসহ ফি ৭০০০ থেকে ৭৫০০ টাকা এবং রেডকার্ড প্রাপ্তদের জন্য (দরিদ্র, অসহায়, ছিন্নমুল, বস্তিবাসী, ভূমিহীন) সিজারসহ সকল প্রকার স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। তিনি আরও বলেন, এছাড়াও কলেরা নিয়ন্ত্রণ, ম্যালেরিয়া, কালাজ্বর, কৃমি সংক্রামন ইত্যাদির চিকিৎসা ও নিয়ন্ত্রণ, পেপটিক আলসার, চর্ম, রক্তস্বল্পতা, শ্বাসকষ্ট, ইত্যাদির প্রাথমিক চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, ও পরামর্শ (কাউন্সিলিং), পুষ্টি শিক্ষা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, প্রসবপূর্ব মাতৃসেবা (এএনসি), নিরাপদ প্রসব (নরমাল ডেলিভারী ও সিজারিয়ান অপারেশনসহ), প্রসবোত্তর মাতৃসেবা (পিএনসি), জন্ম নিয়ন্ত্রণ, গর্ভপাতজনিত সেবা ও ঝুকিপূর্ণ গর্ভপাত প্রতিরোধ করা, জরায়ুমুখের ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ ও নির্নয়, ইপিআই (টিকা),শ্বাসকষ্টজনিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, ভিটামিন “এ” এবং আয়েডিন-এর অভাবজনিত রোগ সমূহের সেবা। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিকী, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা একেএম মঞ্জরুল ইসলাম সহ পৌরসভার ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন