বুধবার, জুলাই ২৩, ২০১৪

শহরে ছাত্রদলের আঞ্চলিক ওয়ার্ড কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহর ৩,৪,৮,৯,১০,১১ ও ১২ নং আঞ্চলিক ওয়ার্ড কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বাটারফ্লাই মোড়স্থ মনির টাওয়ারের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর থানা বিএনপির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, এমএ শামীম আরজু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আওয়াল, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মুরাদ। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বরিউর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম দুলাল, আবু তালেব, বারখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল করিম শাওন, আরিফুর রহমান সুমন, আবু সাঈদ জাকারিয়া উৎপল, গোলাম হাফিজ, ফুয়াদ রেজা ফাহিম, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান জনি, আরাফাত জুবায়ের নয়ন, এ কে এম আমিনুল ইসলাম, জুয়েল, সৈকত, রুবেল, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান রাজীব, উজ্জ্বল, সবুজ, যুগ্ম সম্পাদক শরীফ, এ্যানী, রাজু, ক্রীড়া সম্পাদক সাগর,
বটতৈল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মওদুদ আহমেদ সোহেল, সদর থানা যুবদলের সহ অর্থ সম্পাদক মীম মাসাদ মুকাম, সদস্য আব্দুল আলীম, শ্রমিকদল নেতা জামিল, শহর যুবদল নেতা মিকাইল হোসেন মিঠু, স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল হায়াত খান, সজিব খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশেও একইভাবে আওয়ামী লীগ সরকার মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দখলদার সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নিয়ে জনগণের ওপর চেপে বসেছে। গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতা টিকিয়ে রেখেছে। ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনে ৯৫ ভাগ লোক এ সরকারকে ভোট দেয়নি। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে এখন জনগণের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছে সে প্রসঙ্গ তিনি বলেন, একই দাবি আমাদের চেয়ারপারসন দীর্ঘদিন ধরে করে আসছেন। র‌্যাব আজকে ক্ষমতাসীন অবৈধ সরকারের ক্রীড়নকে পরিণত হয়েছে। তারা বিনা বিচারে মানুষ মারছে। র‌্যাব আজ সংস্কারের সুযোগ হারিয়ে ফেলেছে। এরা বিলুপ্ত না হলে মানুষ আইনের শাসন পাবে না। স্বাধীন বাংলাদেশে জীবন হরণকারী কোনো সংস্থা রাখার প্রয়োজন নেই।পুলিশও বিনাবিচারে মানুষ মারছে উল্লেখ করে বলেন, প্রতিদিনই মানুষকে মারা হচ্ছে। পুলিশও এখন এ কাজে যোগ দিয়েছে। দেশের সর্বত্র আজ হাহাকার। ক্ষমতায় টিকে থাকার জন্য র‌্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার হাতিয়ারে পরিণত করেছে বলে দাবি করেন তিনি। অবৈধ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তারা শান্তির বদলে অশান্তি দিচ্ছে। মন্ত্রীরা লুটপাট করে অর্থব্যবস্থাকে ধ্বংস করছে।ক্ষমতাসীন সরকারকে জালিম আখ্যা দিয়ে বলেন, আল্লাহ যেন এই জালিম সরকারের কবল থেকে দেশবাসীকে মুক্ত করেন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য জনগণকে সোচ্চার হতে হবে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন