বুধবার, জুলাই ২৩, ২০১৪

কুষ্টিয়ায় প্রধান শিক্ষক ও তার ছেলেকে গুলি করার ঘটনায় তিন সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় প্রধান শিক্ষক ও তার ছেলেকে গুলি করার ঘটনায় তিন জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর পৌনে ২টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ কমান্ডার মেজর হায়দার জানান, সোমবার রাত ২ টা ৪০ মিনিটের সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়ালের আদলে তৈরী দেশীয় দু’টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের মৃত সাবেদ মালিথার ছেলে মাহফুজুর রহমান (২৫), মকলেচুর রহমানের ছেলে সোহেল রানা (১৮) ও এদের সহায়তাকারী একই উপজেলার গাছেরদিয়াড় গ্রামের সিরাজ মালিথার ছেলে সানু মালিথা (৩৫)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাহফুজ ও সোহেল গত ১৭ জুলাই রাত ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর এলাকায় নিজ বাড়ীর সামনে দৌলতপুর উপজেলার
লাল নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও তার ছেলে হাসানুজ্জামান সোহেলের উপর পর পর ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। আর সানু এ ঘটনায় মটরসাইকেল দিয়ে তাদেরকে সহযোগীতা করেছিলো। র‌্যাব জানায়, এ ঘটনায় জড়িত আরো কয়েকজনকে ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য র‌্যাবের সদস্যরা অভিযানে আছে। উলেখ্য, গুলিবিদ্ধ বাবা ও ছেলে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন