রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪

কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন’র ব্যবস্থা করে আরো দক্ষ শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবো

মনির উদ্দীন মনির, ভেড়ামারা : অবহেলিত কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের আরো দক্ষ, যোগ্য শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠার ঘোষনা দিয়েছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা। তিনি বলেছেন, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা অনেক বেশী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে। কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার হাতে খড়ি নিচ্ছে এসব প্রতিষ্ঠান থেকেই। অথচ নেই কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষর্থীদের প্রশিক্ষন’র ব্যবস্থা সহ অনান্য সুযোগ সুবিধা। তিনি বলেন, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন’র ব্যবস্থা করে আরো দক্ষ শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবো। তিনি গতকাল শনিবার সকালে ভেড়ামারা পৌরসভার হলরুমে আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও আলহেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কিন্ডার গার্টেন শিক্ষকদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুবুল বিশ্বাস। বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান মুক্তার, সহ-সভাপতি সাজেদুল করিম সাধারন সম্পাদক
হাফেজ ফয়জুল আজীজ, সহ সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ, আল হেরা একাডেমীর শিক্ষক রুহুল আজম ফারুকী প্রমুখ। সম্মেলনে কিন্ডার গার্টেন শিক্ষকরা ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে একটি স্বারক লিপি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা’র হাতে তুলে দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন