রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪

বালিয়াকান্দি আনসার ভিডিপি কর্মকর্তার হিউম্যান রাইটস গোল্ড মেডেল লাভ

রাজবাড়ী প্রতিনিধি : সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান হিউম্যান রাইটস গোল্ড মেডেল লাভ করেছেন। মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি ( মাপসাস) মানবাধিকার ও মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকা পুরানা পল্টন কমিউনিস্ট পার্টির অফিস মুক্তিভবনের মৈত্রী হলে অনুষ্ঠিত হয়। মাপসাস সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাইভেটাইজেশনের চেয়ারম্যান ড. মির্জা জলিল। সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০জনকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায়
বিশেষ অবদান রাখায় বালিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খানকে হিউম্যান রাইটস গোল্ড মেডেল দিয়ে সম্মাননতা প্রদান করা হয়। তিনি নিজস্ব অর্থায়নে ২০ জন গরীব, অসহায় ও দুঃস্থ রোগীকে চক্ষু অপারেশনের ব্যবস্থা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন