রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪

জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয় জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন


হেদ : কুষ্টিয়ার খোকসার জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে ১৯৮৬ সালে, বোর্ড কোডঃ ৫২৫৯ এটা আসলে স্কুল না গরু রাখার খওড় বোঝা বড় দায়। কারণ দীর্ঘ দিন ধরে এই বিদ্যালয়ের সংস্কারের জন্য বিভিন্ন মহলে জানানো হয়েছে। কিন্তু কোন ধরনের সুবিধা পাননি স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের পাঠদান চলা-কালীন ক্লাস রুমের মধ্য দিয়ে শেয়াল-কুকুর জাওয়া আসা করে। ছাত্র ছাত্রীদের বসার কোন বেঞ্চও নেই। স্কুলে শিক্ষকদের বসার তেমন কোন ব্যবস্থাও নেই। বর্ষার সময় ছাত্র ছাত্রীরা ক্লাস করতে পারে না। কারণ টিন দিয়ে পানি পড়ে। স্কুলের এই অবস্থার জন্যে এলাকার শিক্ষার্থিরা অনেক দূরের ভাল স্কুলগুলোতে ভর্তি হয়। স্কুল প্রাঙ্গনে কোন সীমানা নেই। স্থানীয় খারাপ ছেলেরা মেয়েদের উক্তত করে। স্কুলের মধ্যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। বিদ্যালয়ের সভাপতি জনাব আবু তালেব এবং স্থানীয় একটি পল্লী কবি ও সাহিত্যিক ইব্রাহীম জলিল উল্লাহ্ ও স্থানীয় অনেকে জানান স্কুল প্রতিষ্ঠার শুরু থেকেই
স্কুল সংস্কারের জন্য বিভিন্ন মহল সরজমিনে দেখতে এসছেন কিন্তু কোন ফল পাননি ।এই বিদ্যালয়ের শিক্ষকবিন্দ ও ছাত্র ছাত্রীরা খুব জরুরী ভিত্তিতে এই বিদ্যালয় সংস্কার ও নতুন বিল্ডিং নির্মানের জন্য শিক্ষা মন্ত্রনালয়কে অনূূরোধ জানানো যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন