রবিবার, ডিসেম্বর ১৪, ২০১৪

বালিয়াকান্দিতে পাচারের সময় ৩০৮ বোতল ফেনসিডিলসহ নসিমন চালক গ্রেফতার : মোবাইল হাওয়া

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি শহরের উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শনিবার বিকালে গরু বহনকারী নসিমন গাড়ীর ভিতর থেকে ৩০৮ বোতল ফেনসিডিলসহ ড্রাইভারকে গ্রেফতার করেছে। তবে তার মোবাইল ফোন হাওয়া হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জাহিদুল ইসলাম, কং-৩৮০ মিজানুর রহমান, কং-৩৬৪ ফারুক হোসেন বালিয়াকান্দি উপজেলা প্রানিসম্পদ অফিসের সামনে গরু বহনকারী ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে বাক্স করে ফেনসিডিল পাচার করছিল। নসিমনসহ চালক কালুখালী উপজেলার বড় বাংলাট গ্রামের খোয়াজ শেখের ছেলে শিহাব শেখ (২৫) কে গ্রেফতার করা হয়। নসিমন তল্লাশী চালিয়ে ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার তাপতুন নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ থানায় ছুটে আসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন