রবিবার, ডিসেম্বর ১৪, ২০১৪

বালিয়াকান্দির জামালপুরে অগ্রণী ব্যাংকে দড়ি বেধে ডাকাতির চেষ্টা

 
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর অগ্রণী ব্যাংক শাখা দড়ি বেধে ভিতরে ঢুকে শুক্রবার রাতে ডাকাতির চেষ্টা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার সকালে ব্যাংকের কেয়ার টেকার দ্বিতীয় তলা থেকে ডাকতে থাকে। পরে তার হাতের বাধন খুলে বাইরে নামলে ডাকাতির চেষ্টার বিষয়টি জানা যায়। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিমগাড়াকোলা গ্রামের আবুল কাশেম মোল্যার ছেলে অগ্রণী ব্যাংকের কেয়ার টেকার-২ আঃ কুদ্দুস মোল্যা (৬০) জানান, শুক্রবার রাতে আমি ব্যাংকের মধ্যে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৩টার দিকে ব্যাংকের ভবনের পিছন দিক হতে দড়ি বেধে ২-৪জন লোক ফাকা দিয়ে ভিতরে প্রবেশ করে দরজার হেজবোল্ট খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করে। আমার
শোর চিৎকারে তারা পালিয়ে যায়। তবে তাকে বেধে রাখার বিষয়ে কথা বললে তিনি চুপচাপ থাকেন। অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন জানান, ডাকাতির চেষ্টার খবর পেয়ে আমি ছুটে আসি। ব্যাংকে আসার পর থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াৎসহ পুলিশ ব্যাংক পরিদর্শন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন