রবিবার, মার্চ ১৫, ২০১৫

চুয়াডাঙ্গায় ১০ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ি বাজার থেকে ১০ জন ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। এসময় অপর ৪ জন পালিয়ে যায়। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে মাগুরা জেলা শহর থেকে দুটি গাড়ি যোগে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য হিজলগাড়ি বাজারে পৌছায়। এরপর তারা বাজারে অবস্থিত গ্রামীণফোন ও রবি টাওয়ারে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। এসময় টাওয়ারের সক্রিয় সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি টের পেয়ে যায় গ্রামীণফোনের হেডকোয়ার্টার। ঘটনাটি খুলনা জোন এলাকার পরিচালককে জানানো হলে হিজলগাড়ি পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। খবর পেয়ে ক্যাম্পের ইনচার্জ এএসআই মহিতুর রহমান ঘটনাস্থলে যান। সেখানে ডাকাতির চেষ্টাকালে মাগুরা জেলা শহরের আকমত শেখের ছেলে মামুন শেখ (৪০), মৃত লোকমান মন্ডলের ছেলে মান্নান (৩৭), মনিরুল ইসলামের ছেলে তুরান মৃধা (৩২), সাইফুল ইসলামের ছেলে ফারুক (২৭), ফজলুর রহমানের ছেলে মামুন (৩৪) ও উজ্জল (২৫), মানিকের ছেলে আকিদুল (৩৮), রফিক (২৩), ভাদু বিশ্বাসের ছেলে মনোয়ার হোসেন (২৮) ও আব্দুস সাত্তারের ছেলে হুমায়ন (৩০) কে দুটি গাড়ি সহ আটক করে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা থানায় শনিবার একটি মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন