রবিবার, মার্চ ১৫, ২০১৫

ইবিতে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ১৭মার্চ পর্যন্ত কর্মসূচী স্থগিতের ঘোষণা দেয়। ১৭মার্চের মধ্যে ক্লাস পরীক্ষা চালু করা না হলে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচী পালনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা প্রদানের অভিযোগ তোলে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচী শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন