রবিবার, মার্চ ১৫, ২০১৫

আমলায় তামাক চাষ প্রতিরোধে র‌্যালী, মাইকিং ও আলোচনা সভা


আমলা অফিস : কুষ্টিয়া মিরপুরে তামাক চাষ প্রতিরোধে এক র‌্যালী, মাইকিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার আমলা বন্ধন সংস্থার কার্ষালয় থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি আমলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সংস্থার কার্ষালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও আমলা বন্ধন সংস্থার আয়োজনে এ র‌্যালীতে অংশ গ্রহন করেন বন্ধন সংস্থার আমলা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, সদরপুর উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় এবং গোয়াবাড়িয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকমন্ডলী এতে সংস্থার পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশার সভাপতিত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন সহায় সংস্থার পরিচালক আব্দুর রহিম মজনু, স্যাডো সংস্থার পরিচালক মামুনুল ইসলাম ঝন্টু, বন্ধন সংস্থার সমন্বয়কারী ওবাইদুল হক, প্রোগ্রাম অর্গানাইজার খাইরুল আলম, বাহারুল ইসলাম, সাপ্তাহিক একুশের কন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি জাহিদ হাসান, আমলা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আফরোজা খাতুন, গোয়াবাড়িয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুন খাতুন, সদরপুর উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজেরা খাতুন প্রমুখ। র‌্যালী শেষে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকের আবাদ পরিহার করে খাদ্যশষ্য ধান, গম, ভুট্টা, মসুরি, ছোলা, শরিষা, আলু উৎপাদনের জোর তাগিদ দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন