সোমবার, মার্চ ১৬, ২০১৫

দৌলতপুরে অগ্নিকান্ডে ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকা। রোববার সন্ধ্যা ৭টার সময় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভোরকাপাড়া গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই পানের বরজে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্ত্যরে মধ্যে তা ছড়িয়ে পড়লে অন্তত ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভেড়ামারা ফায়ার সার্ভির আগুন নিয়ন্ত্রনে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের লিডার আক্কাস আলী বলেন, অগ্নিকান্ডে অন্ততপক্ষে ৫০ বিঘা পান বরজের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা না গেলে আনুমানিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারনে আগুনের সুত্রপাত হয়েছে তা বলতে পারেননি তিনি। দৌলতপুর থানার এসআই মাহফুজ জানান, আগুনের লেলিহান শিখা দেখে অনেকেই পান বরজের পাশের বাড়িঘর ভেঙ্গে ফেলেছে। এতে অনেক ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন