সোমবার, মার্চ ১৬, ২০১৫

মুক্তির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল ১৫ মার্চ’১৫ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমানোর মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মত বিনিময় সভা সকাল ১১ টায় খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খো: আতিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: জামাল উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মো: নিজাম উদ্দিন, অভিভাবক সদস্য মো: আশরাফ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি আব্দুস সাত্তার, শিক্ষক প্রতিনিধি রোজীনা আক্তার। শিলাইদহ ইউনিয়ন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য পরীজান খাতুন। প্রধান শিক্ষক মো: সাজেদুর রহমান। বক্তব্য রাখেন শিলাইদহ ইউনিয়ন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য ও শিলাইদহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তার, শিক্ষক প্রতিনিধি আমিরুল ইসলাম। মূল আলোচক ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোজেক্ট কো-অর্ডিনেটর জায়েদুল হক মতিন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোজেক্ট অফিসার খন্দকার মুস্তাফিজুর রহমান। মত বিনিময় সভা পরিচালনা করেন খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান। সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর হাসিনা খাতুন ও ভলান্টিয়ার শামসুন্নাহার লিটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন