মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩

বিএনপির ১৩ জনকে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে খোকসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগামীকাল খোকসায় সকাল-সন্ধ্যা হরতাল

মনিরুল ইসলাম মনি, খোকসা: পুলিশের সাথে সংঘর্ষের একটি মিথ্যা মামলার হাজিরা দিতে নিন্ম আদালতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করার প্রতিবাদে খোকসা উপজেলা

খোকসায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খোকসা প্রতিনিধি : গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের মোড়াগাছা গ্রামের একটি গাছের সাথে লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে যুবকের লাশ উদ্ধার করে খোকসা থানায় নিয়ে আসে। খোকসা থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে অন্য কোন জায়গা থেকে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সাথে মাফলার দিয়ে ঝুলিয়ে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

১ মাস পার হলেও বদলীদাশের টিএইচএ এখনো দায়িত্ব বুঝে দেননি

খোকসা প্রতিনিধি: ১ মাস পার হয়ে গেলেও খোকসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের বদলীদাশের টিএইচএ ডা: মো: আব্দুল লতিফ এখনো ভারপ্রাপ্ত টিএইএএ’র কাছে দায়িত্ব বুঝে দেননি। সূত্রে জানা গেছে বিভিন্ন পত্র-পত্রিকায় অনিয়মের সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ায় ডিজিএইচএস/পার-২/এল-২০/৮৫/১২৮৪৩ নং স্মারকে ২০/১২/২০১২ তারিখে বদলীর আদেশ দেন বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় খোকসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার

হরিণাকুণ্ডুতে বিএনপির গণসমাবেশে মসিউর রহমান

মামলা দিয়ে আন্দোলন থামানো যাবে না

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণসমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকালে পোড়াহাটি-চরপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে। রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ মসিউর রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট এমএ মজিদ, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি

জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন আটকের প্রতিবাদে : ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনির উদ্দিন মনির : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দীন সহ ১৩ নেতাকে আটকের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জানবার হোসেন চেয়ারম্যান, শফিকুল ইসলাম বিশু, সিনিয়র যুগ্ম সম্পাদক বশির উদ্দীন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার-উল-আজম বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা

মুক্তির উদ্যোগে মজমপুর ইউনিয়নে মডেল ভিলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক নির্যাতন কমানোর মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের আওতায় মজমপুর ইউনিয়নে মডেল ভিলেজে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মজমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: বশিরুল আলম চাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: শাহীনুর রহমান শাহীন, প্রভাষক গড়াই মহিলা কলেজ, সহিদা খানম স্বাস্থ্য বিভাগ ও আরও উপস্থি ছিলেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। মোট ১৮ টি ইভেন্টে বিশিষ্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মডেল ভিলেজের সর্বস্তরের বিভিন্ন পেশা ও বিভিন্ন বয়সের মানুষ অর্থাৎ কিশোর কিশোরী যুবক-যুবতী, স্বামী-স্ত্রী, শ্বাশুড়-শ্বাশুড়ী ও স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

মেহেদী রুমী ও সোহরাব উদ্দিনসহ বিএনপি নেতৃবৃন্দে জামিন নামঞ্জুর করার প্রতিবাদে

কুমারখালীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরিফুল ইসলাম, কুমারখালী : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করার প্রতিবাদে কুষ্টিয়া জেলা ডাকা আজকের হরতালের সমর্থনে কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমারখালী থানা বিএনপি। গতকাল সন্ধ্যায় থানা বিএনপির কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস ষ্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে। থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতুন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ