মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩

মুক্তির উদ্যোগে মজমপুর ইউনিয়নে মডেল ভিলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক নির্যাতন কমানোর মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের আওতায় মজমপুর ইউনিয়নে মডেল ভিলেজে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মজমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: বশিরুল আলম চাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: শাহীনুর রহমান শাহীন, প্রভাষক গড়াই মহিলা কলেজ, সহিদা খানম স্বাস্থ্য বিভাগ ও আরও উপস্থি ছিলেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। মোট ১৮ টি ইভেন্টে বিশিষ্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মডেল ভিলেজের সর্বস্তরের বিভিন্ন পেশা ও বিভিন্ন বয়সের মানুষ অর্থাৎ কিশোর কিশোরী যুবক-যুবতী, স্বামী-স্ত্রী, শ্বাশুড়-শ্বাশুড়ী ও স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ মুক্তির প্রতিনিধিবৃন্দ ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। খেলায় বিজয়ীদের মোট ৯০টি পুরুস্কার বিতরণ করা হয়। খোলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনেক আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়। পরিচালনায় ছিলেন উপজেলা মোটিভেটর শাহীনুর বেলী সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন মোটিভেটর কামরুন্নাহার, কাউন্সিলর ফিরোজা খাতুন ভলান্টিয়ার রেহেনা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন