মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩

জেলা বিএনপির নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে

দৌলতপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ 

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিনসহ ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল সোমবার দৌলতপুর উপজেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে। সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের
উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর থানা বাজারে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হাসান শামীমের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি শামীম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আকবর আলী চেয়ারম্যান, বিল্লাল হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শের আলী সবুজ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক আহাদ আলী নয়ন, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক জাকারিয়া আহাম্মেদ বাবু, জেলা ছাত্রদল নেতা মোর্তুজা আহমেদ মন্টি, দৌলতপুর কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রিপন প্রমুখ। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি কামরুজ্জামান, যুগ্মসম্পাদক নাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদুজ্জামান রুবেল, স্থানীয় যুবদল নেতা মিলন আহমেদ, আক্তারুজ্জামান, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাঞ্চন, যুগ্মসম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, মথুরাপুর কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিন্টু আহমেদসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সরকারের গণবিরোধী কর্মকান্ডের সমালোচনা করে বলেন, নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে বিএনপির চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। এতে আন্দোলন আরো বেগবান হবে। বক্তারা জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। এদিকে ঢাকায় অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা জেলা বিএনপির নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল রাতে এক বিবৃতিতে বাচ্চু মোল্লা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরুপে ব্যর্থ হয়ে আবারো যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এ কারণে বিরোধী দলের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু ব্যর্থ সরকারের এসব ষড়যন্ত্র সফল হবে না। তিনি অবিলম্বে জেলা বিএনপি নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন