মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩

মেহেদী রুমী ও সোহরাব উদ্দিনসহ বিএনপি নেতৃবৃন্দে জামিন নামঞ্জুর করার প্রতিবাদে

কুমারখালীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরিফুল ইসলাম, কুমারখালী : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করার প্রতিবাদে কুষ্টিয়া জেলা ডাকা আজকের হরতালের সমর্থনে কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমারখালী থানা বিএনপি। গতকাল সন্ধ্যায় থানা বিএনপির কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস ষ্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে। থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতুন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ
মামুন, খোন্দকার মোস্তাাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমে, থানা বিএনপির প্রচার সম্পাদক রনজুরুল ইসলাম রনজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আসাদ, সদস্য ডাঃ শরিফুল ইসলাম, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, থানা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পলাশ, থানা ছাত্রদলের সভাপতি ওহিদুল ইসলাম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, ছাত্রনেতা আতিকুর রহমান সবুজ, আসাদুর রহমান নয়ন, আব্দুল মজিদ, পৌর ছাত্রনেতা শাকিল আহম্মেদ তিয়াস, এনামূল হক নাসির, মোর্তুজা আহম্মেদ রিপন, সালাউদ্দিন আহম্মেদ নিরাশ, যুবনেতা সাইদুর রহমান, বকুল, রাজ্জাক, হাসিবুল আলম উল্লাস, রহিম মন্ডল, ইমরান হোসেন, বাবু স্বপন, আকরাম হোসেন আরজু, মৎস্যজীবি নেতা ঝন্টু বিশ্বাস, জামাল, সোহান, যুবনেতা বাবলু, সদকী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কয়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপি নেতা রাজা, এলিম, ইকবাল, রেন্টু শেখ, হারু, হাফিজ, মতিয়ার, মিল্টন, ছাত্রনেতা সজিব, শাকিব, রায়হান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য গতকাল সকালে কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন