মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩

জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন আটকের প্রতিবাদে : ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনির উদ্দিন মনির : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দীন সহ ১৩ নেতাকে আটকের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জানবার হোসেন চেয়ারম্যান, শফিকুল ইসলাম বিশু, সিনিয়র যুগ্ম সম্পাদক বশির উদ্দীন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার-উল-আজম বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা
যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম লাবলু, যুগ্ম আহবায়ক শামীম রেজা, ফয়জুল হক চন্দন, বিএনপি নেতা মুকুল মালিথা, সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান মিন্টু, আজিজ কমিশনার, নাসিরুল ইসলাম, শ্রমিক নেতা দুলাল হোসেন, যুবদল নেতা মোশারফ হোসেন, নাজির উদ্দীন, লিটন, রাজন, ইবনুল হক সজল, আরিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, তেলের দাম বৃদ্ধিতে বিরোধী দলের ডাকা হরতালে কুষ্টিয়ায় পুলিশের দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে নেতৃবৃন্দ জামিন নিয়ে নিম্ন আদালতে গতকাল হাজির হলে জামিন নামুঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। তারই প্রতিবাদে আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা সহ সকল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এ হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন