মঙ্গলবার, জানুয়ারী ২২, ২০১৩

বিএনপির ১৩ জনকে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে খোকসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগামীকাল খোকসায় সকাল-সন্ধ্যা হরতাল

মনিরুল ইসলাম মনি, খোকসা: পুলিশের সাথে সংঘর্ষের একটি মিথ্যা মামলার হাজিরা দিতে নিন্ম আদালতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করার প্রতিবাদে খোকসা উপজেলা
বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা আটকের প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা খোকসায় হরতাল পালন করার ঘোষণা দেন। বিকালে রায় ঘোষণার পরপরই খোকসা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নেতা-কর্মীরা সমবেত হতে থাকে উপজেলা বিএনপির কার্যালয়ে। তারা একটি বিক্ষোভ সমাবেশ উপজেলা সদরের বিভিন্ন প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজেডজি রশিদ রেজা বাজু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মতিন মনি। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ওসমানপুর ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাশেম আলী, সেক্রেটারী রবিন রায়হান, যুবদলের সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী বাহারুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, খোকসা থানা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারী, পৌর ছাত্রদলের সেক্রেটারী ইমরান হোসেন প্রমুখ। বক্তারা সমাবেশের মাধ্যমে সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। আটককৃত নেতাদের নির্শতভাবে মুক্তি না দিলে রাজপথে সবকিছুর জবাব দেওয়া হবে বলেও তারা বলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন