ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার পার্বতিপুর গ্রামে ওমান প্রবাসির সাড়ে ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে। গত সোমবার রাতে এই ধর্ষনের ঘটনা ঘটলেও প্রভাবশালীদের চাপে ভিকটিমের পরিবার ধর্ষণের ঘটনা প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মা শিল্পী খাতুন জানান, সোমবার রাতে তিনি পাশের বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশি আরব আলীর লম্পট ছেলে কাসেম আলী (৪৫) বাড়িতে একা পেয়ে তার শিশু কন্যাকে ধর্ষণ করে। ধর্ষিতা শিশুর চিৎকারে আশপাশের মহিলারা ছুটে এলে ধর্ষক কাসেম আলী পালিয়ে যায়। এখনো পর্যন্ত সে পালিয়ে রয়েছে বলে
বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩
ঝিনাইদহে বিএনপির গণসংযোগ ও প্রচার পত্র বিলি
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ১৮ দলীয় জোট গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসুচি পালন করছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, নতুন হাটখোলা, বাস টার্মিনাল, কলারহাট, চুয়াডাঙ্গা বাসষ্ট্যাণ্ডসহ গুরুত্বপূর্ণ ৭টি পয়েন্টে প্রচার পত্র বিলি করে মানুষের মাঝে সচেতন সৃষ্টির জন্য পথসভা করা হয়। এ পথসভায় শত শত মানুষ উপস্থিত হন। সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন এবং তত্ত্বধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি এই কর্মসূচী পালন করে। গণসংযোগ কালে ঝিনাইদহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্টান্ড সহ জনবহুল স্থানগুলোতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। প্রচারপত্র বিলি ও গনসংযোগ কর্মসূচীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুল মালেক, আব্দুল মতলেব মিয়া, জাহিদুজ্জামান মনা, এমএ মজিদ, আব্দুল মজিদ বিশ্বাস, শ্রমিক নেতা মনোয়ার হোসেন, মিজানুর রহমান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
মহেশপুরে একটি ইটভাটায় বন্দি ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে একটি ইটভাটায় আটকে রাখা ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মহেশপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে বাড়ি পাঠায়। মহেশপুর থানার এসআই শহিদুল ইসলাম ও শ্রমিকরা জানান, সর্দার ব্রিকসের মালিক সামছুজ্জামান ১৪ জন নারী ও পুরুষ শ্রমিককে আটকে রেখে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করিয়ে আসছিল। তাদের নিয়মিত মজুরি দেওয়া হতো না। ভাটা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাজার থেকে শ্রমিকদের
কুষ্টিয়ায় কর্মজীবী নারীদের সাথে মত বিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার : ‘সকল নারীই কর্মজীবী’ এ স্লোগান নিয়ে কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে কর্মজীবী নারী সংগঠন। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রোগাম অফিসার আরতি রানী সিংহ রায় গণমাধ্যম কর্মিদের মাঝে পূণাঙ্গ কৃষি শ্রম আইন প্রণয়ন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুল রহমান, সাংগাঠনিক সম্পাদক অমিত সিংহ রায়, সিনিয়র সাংবাদিক মুজিবুল শেখ, তাহেরা বেগম প্রমুখ। ১৯৯১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে নির্যাতিত, বঞ্জিত শ্রমজীবি নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপ উল্লেখ করে মত বিনিময় সভায়
ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে তরিকুল ইসলাম এর বাণী
ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ-
“ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৬৯ সালের এ দিনে ছাত্র-জনতার দৃঢ় ঐক্য দীর্ঘ আন্দোলনকে গণঅভ্যূত্থানে রুপ দিয়েছিলো। স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার দ্বার উন্মুক্ত হয়েছিলো। দেশের গণতন্ত্র ও নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় গণঅভ্যূত্থান দিবস আমাদের প্রেরণার উৎস। আমি উনসত্তরের গণআন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। প্রেস বিজ্ঞপ্তি।
“ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৬৯ সালের এ দিনে ছাত্র-জনতার দৃঢ় ঐক্য দীর্ঘ আন্দোলনকে গণঅভ্যূত্থানে রুপ দিয়েছিলো। স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার দ্বার উন্মুক্ত হয়েছিলো। দেশের গণতন্ত্র ও নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় গণঅভ্যূত্থান দিবস আমাদের প্রেরণার উৎস। আমি উনসত্তরের গণআন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। প্রেস বিজ্ঞপ্তি।
কুষ্টিয়া জেলা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের মানব বন্ধন
ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ মোবাইল ফোন রিচাজর্ ব্যবসায়ী এসোশিয়েশন কুষ্টিয়া জেলা শাখার উদ্দোগে কেন্দ্রীয় কর্মসূচীর ডাকে সারাদিয়ে বাংলাদেশের ন্যায়। কুষ্টিয়া রিচার্জ ব্যবসায়ীরা ১০% কমিশন বৃদ্বি সহ ১১দফা দাবিতে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন পালন করেন। উক্ত মানবন্ধটি পরিচানা করেন কুষ্টিয়া জেলা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোশিয়েশনের সভাপতি ডাঃ হাবিবুর রহমান,সহ সভাপতি রেজাউল করিম ,মামুনুর রশীদ,তরিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জুলফিকার সাইফুল ইমাম,যুগ্ন সাধারন সম্পাদক তানভীর আহমেদ মুক্তার,সাবিবর আহমেদ বিদুৎ,কামরুল ইসলাম,সেলিম রেজা,উপদেষ্টা খাইরুল ইসলাম,খন্দকার লিয়াকত নিলা গোলাম মোস্তফা,সাইফুল্লাহ,এনামুল হক স্বপন, জেলা সদস্য সামছুল আরেফিন হাশেম, সুমন, মিঠু, সাহিদ, তুহিন হাবিব, সাহাদত, মতিয়ার, বদিউজ্জামান, আতা, খন্দকার, সুমন, শেখ বাসার, খান হাবিব, হারুনুর রশীদ, সহ ৬ থানার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-ঢাকা মহানগর শাখার গণসংযোগ ও লিফলেট বিতরণ
হাওয়া ডেস্ক : গতকাল বুধবার দেশব্যাপী ১৮ দলীয় জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি’র সকল থানা ও ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করা হয়। বৃহত্তর সূত্রাপুর ও কোতোয়ালী থানা ঃ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমন্বয়কারী জনাব তরিকুল ইসলাম, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)