শনিবার, ফেব্রুয়ারী ০২, ২০১৩

কুমারখালীতে যৌতুকের দাবিতে গৃহবধু খুন

ষ্টাফ রিপোর্টার : কুমারখালীতে এক সন্তানের জননী নাসিমা খাতুন (২৫) নামের এক গৃহবধুকে মাত্র ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে।
কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামে ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে নাসিমা খাতুন (২৫) নামের এক গৃহবধুকে স্বামী ও তার পরিবারের লোকজন শ্বাসরোধ করে হত্যা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৮-৯ বছর আগে

আজ মরহুম লুৎফর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী

নিজ সংবাদ : আজ কুষ্টিয়া শহরের আমলাপাড়া নিবাসী মরহুম লুৎফর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে মরহুমের আমলাপাড়ার নিজ বাড়িতে কোরানখানী, কাঙ্গালীভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বাদ আছর মিলাদ মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র মিজানুর রহমান, হাফিজুর রহমান কাল্টু, মতিউর রহমান লাল্টু ও জসিউর রহমান পিল্টু সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

ঝিনাইদহে সেলুন মালিককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে বিমল কুমার দাস (৪০) নামে এক সেলুন মালিককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা করে। কোটচাঁদপুর থানার ওসি মনির উদ্দিন মোল্লা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিমল কুমার দাস হরিণদিয়া বাজারের নিজ দোকান থেকে বাড়ি যাচ্ছিলেন। তিনি হরিণদিয়া গ্রামের একটি স্কুলের কাছে পৌঁছালে রাস্তার পাশে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যার পর ফেলে রেখে যায়। তবে তাকে কারা

ঢাকা মহানগরী জাসাসের জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক জরুরী সভা গতকাল শুক্রবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ-সভাপতি সৈয়দ আজিমূল হক তৌহিদ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান টিপু, সহ-সভাপতি শাহ মোঃ বিল্লাল হোসেন, সাইদুল ইসলাম মিলন, ১ম যুগ্ম সম্পাদক মোঃ

চুয়াডাঙ্গায় অনুর্ধ ১৬ বৎসর বালক বালিকাদের দাবা প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট : গতকাল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়–ল গাছি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়–ল গাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকর আলী। প্রধান অতিথি বলেন খেলোয়াড়দের উদ্দেশ্যে শিশুকাল থেকে দাবা চর্চার প্রতি আহ্বান জানান। বাংলাদেশ ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস চুয়াডাঙ্গার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১২-১৩ মোতাবেক গত ২০ জানুয়ারী দাবা খেলার শুভ উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন বালক

শ্রমিকনেতা আতিয়ার রহমানের মৃত্যু বার্ষিকী’র দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমানের ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব জিকে মসজিদে পানি উন্নয়ন কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা তাইজাল উদ্দিন, মোহন আলী, হাফিজুর রহমান, এটিএম জিল্লুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৩

পথে পথে বিপুল সংবর্ধনা ফুলে ফুলে সিক্ত

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৬ নেতার কারামূক্তি


আব্দুম মুনিব : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৬ নেতার কারামূক্তি হয়েছে। গতকাল সন্ধায় যশোর কেন্দ্রিয় কারাগার থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া জেলা কারাগার থেকে শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান