অতি জমকালো বৃহত্তর কুষ্টিয়ার সর্ববৃহৎ এ মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণাথী ও ভক্তবৃন্দ এসে সাড়ে সাত হাত লম্বা কালী প্রতীমাকে ভক্তি ও প্রণাম করার পাশাপাশি দেবী কালীর উৎসর্গে বলিকৃত পাঁঠা ও মহিষের মাংশ খেয়েও তৃপ্তিবোধ করে। সাড়ে পাঁচ”শত বছরের ঐতিহ্যবাহী কালীপূজার ইতিহাস নিয়ে বিশেষ প্রতিবেদনে বিস্তারিস্ত জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনি--
উপমহাদেশের হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন মানুষের অন্যতম সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র কুষ্টিয়ার খোকসার কালীপূজা মন্দিরের সাড়ে পাঁচ’শ বছরের ঐতিহ্যবাহী পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেণী পেশার মানুষের মেলবন্ধনে
উপমহাদেশের হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন মানুষের অন্যতম সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র কুষ্টিয়ার খোকসার কালীপূজা মন্দিরের সাড়ে পাঁচ’শ বছরের ঐতিহ্যবাহী পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেণী পেশার মানুষের মেলবন্ধনে