শনিবার, ফেব্রুয়ারী ০৯, ২০১৩

সাড়ে পাঁচ’শ বছরের খোকসার কালীপূজা একাল-সেকাল

অতি জমকালো বৃহত্তর কুষ্টিয়ার সর্ববৃহৎ এ মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণাথী ও ভক্তবৃন্দ এসে সাড়ে সাত হাত লম্বা কালী প্রতীমাকে ভক্তি ও প্রণাম করার পাশাপাশি দেবী কালীর উৎসর্গে বলিকৃত পাঁঠা ও মহিষের মাংশ খেয়েও তৃপ্তিবোধ করে। সাড়ে পাঁচ”শত বছরের ঐতিহ্যবাহী কালীপূজার ইতিহাস নিয়ে বিশেষ প্রতিবেদনে বিস্তারিস্ত জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনি--
উপমহাদেশের হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন মানুষের অন্যতম সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র কুষ্টিয়ার খোকসার কালীপূজা মন্দিরের সাড়ে পাঁচ’শ বছরের ঐতিহ্যবাহী পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেণী পেশার মানুষের মেলবন্ধনে

খোকসায় অপহৃত যুবতী উদ্ধার

খোকসা প্রতিনিধি : গত ৩ ফেব্র“য়ারি পাবনা থেকে অপহৃত হওয়া এক যুবতীকে উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার আটঘরিয়ার কৈলাশ গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী সুমি খাতুন (১৮) অপহৃত হয়। ৫ দিন অপহৃত হওয়ার পর পালিয়ে খোকসা থানা পুলিশের কাছে দ্বারস্থ্য হয়। সুমি অপহৃত হওয়ার ঘটনায় আটঘড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে নিশ্চিত করেছে আটঘড়িয়া থানার ওসি।

খোকসার আলোচিত স্কুলছাত্র হত্যাকারী “ব্লেড জুবায়ের” গ্রেফতার

খোকসা প্রতিনিধি : ঢাকায় ছাত্রলীগ কর্মীদের হাতে খুন হওয়া বিশ্বজিৎ এর অন্যতম ঘাতক চাপাতি শাকিলের পরে এবার কুষ্টিয়ার খোকসায় ব্লেড জুবায়েরের আবির্ভাব। খোকসায় পুলিশের চেষ্টায় এক সপ্তাহের মধ্যে খোকসার আলোচিত স্কুলছাত্র লিংকন হত্যার খুনি ‘বেল্ড জুবায়ের’ গ্রেফতার। মোবাইল ফোনের জন্যই লিংকনকে ব্লেড দিয়ে হত্যা করা হয়েছে বলে খুনির স্বীকারোক্তি। পরিবার চায় খুনির ফাঁসি। দ্রুত খুনি ধরা পড়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসীসহ নিহতের সহপাঠীরা।
খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানায়, খুনের সময় নিহতের হাতে থাকা নিহতের মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তদন্তের নামে পুলিশ এরই সূত্র ধরে হাত বদল হওয়া মোবাইল ব্যবহারকারীকে সনাক্ত করে পুলিশ। এরপর ঐ মোবাইল ব্যবহারকারীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একে একে হাত বদল হওয়া চার জনকে রাতেই খুঁজে বের করে পুলিশ। এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই বেরিয়ে আসে আসল খুনির নাম। সে সূত্র ধরে ভোর রাতে পুলিশ গ্রেফতার করে একই গ্রামের ইব্রাহিম শেখ এর ছেলে জুবায়ের (১৮) কে। জিজ্ঞাসাবাদে জুবায়ের পুলিশের কাছে খুনের ঘটনা বলে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ খুনি জুবায়েরকে সাংবাদিকদের সামনে হাজির করে। এ সময় সাংবাদিকদের কাছে জুবায়ের খুনের কথা স্বীকার করে খুনের বর্ণনা

আজ জীবাবলির মাধ্যমে শুরু হবে খোকসার ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা

মনিরুল ইসলাম মনি, খোকসা : সাড়ে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়ার খোকসার কালীপূজা ও মেলা আজ শনিবার দিবাগত রাত জীবাবলির মাধ্যমে শুরু হচ্ছে। মেলাকে ঘিরে খোকসায় বিরাজ করছে অন্যতম এক উৎসবের মিলনমেলা। ইতিমধ্যে সাড়ে ৭ হাত দীর্ঘদেহী কালী প্রতীমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের লক্ষাধিক ভক্তের মিলনমেলা হবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা। অপ্রীতিকর ঘটনা সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের জোরালো তৎপরতা।
কালীপূজা মেলা কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের চেয়ে এবারের আয়োজনটা একটু বেশী। সবকিছুতেই রয়েছে নতুনের ছাপ। উপজেলা সদর দিয়ে প্রবাহিত গড়াই নদীর পূর্ব তীর ঘেঁষে সনাতনী ভক্তি স্থান ধর্মীয় পর্যটন কেন্দ্র খোকসার কালীর বার্ষিক

খোকসায় আজ বিএনপির ১৩ নেতাকর্মীদের গণ-সংবর্ধনা

মনিরুল ইসলাম মনি, খোকসা : আজ ৯ ফেব্র“য়ারি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ মুক্তিপ্রাপ্ত ১৩ অবিসংবাদিত বিএনপি নেতাদের খোকসা বাসস্ট্যান্ডে গণসংবর্ধনা দেবে খোকসা উপজেলা ও পৌর

কুষ্টিয়াতে আজ থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে, আজ ৯ ফেব্রুয়ারি শনিবার হতে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ বেলাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী

মরহুম কাজী আব্দুল ওহ্হাবের বাস ভবনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক মরহুম কাজী আব্দুল ওহ্হাবের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমর বাস ভবনে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। গতকাল সকালে কুমারখালী ছেউরিয়া মন্ডল পাড়াস্থ বাস ভবনে তিনি মরহুমের বৃদ্ধা মা, স্ত্রী ও সন্ত্রানদের সাথে সাক্ষাত করেন। এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক