রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

১৫ তম শহীদ খোরশেদ আলম স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন

শিমূল আহমেদ : কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নে ১৫ তম শহীদ খোরশেদ আলম স্বৃতি ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের কমলাপুর হাই স্কুল ফুটবল মাঠে টূর্ণামেন্টে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান হয়।খেলায় যদুবয়রা বিএম একাদশ ১-০ পান্টি খেলোয়ার কল্যাণ সংস্থা কে হারিয়ে জয় লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে স্থানীয় ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর সভাপতি মখলেচুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক শিক্ষানুরাগী প্রকৌশলী জাকির হোসেন সরকার, ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর উপদেষ্টা আবুল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও উক্ত খেলার প্রধান পরিচালক মাসুদ আলম।জাকির হোসেন সরকার তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শরীর

চাকুরী জাতীয়করণের দাবীতে কুমারখালী সিএইচসিপিদের স্মারকলিপি প্রদান

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কমিউনিটি হেলথ প্রভাইডার (সি এইচ সি পি) কমিউনিটি ক্লিনিকে কর্মরত বৃন্দ চাকুরী জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান করে। গতকাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম’র নিকট প্রদান স্মারকলিপিতে ৩৯ জন সি এইচ সি পি দের স্মাক্ষরীত স্মারকলিপিতে উল্লেখ্য করেন, সরকারের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত প্রকল্পের আওতায় চাকুরী করছে। জেলা সি এইচ সি পিদের সিদ্ধান্ত অনুযায়ী ৩০/০৯/১৩ ইং তারিখ ২০১৩’র মধ্যে চাকুরী জাতীয়করণের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ০১/১০/১৩ ইং তারিখে পরবর্তী কর্মসূচীসহ আমরন অনশন কর্মসূচী পালন করবে বলে স্মারকলিপিতে উল্লেখ্য করে।

তরুণ আইনজীবী সিরাজ প্রামাণিকের ৯ম আইনবিষয়ক বই তুলে দিলেন ডঃ শাহজাহান মন্ডলের হাতে

 প্রেস বিজ্ঞপ্তি : তরুন আইনজীবী, সাংবাদিক ও গবেষক সিরাজ প্রামাণিকের ৯ম আইন বিষয়ক গ্রন্থ ‘বিয়ে, তালাক, দেনমোহর ও যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন’ বইটি গতকাল আনুষ্ঠানিকভাবে তুলে দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের ডিন ও আইন বিশেষজ্ঞ ড. শাহজাহান মন্ডলের হাতে। বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, যে সমাজে আইনের শাসন নেই, সে সমাজ সভ্য বলে বিবেচিত নয়। একটি সচেতন জনগোষ্ঠীই পারে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা চাই আমাদের দেশে আইনের শাসন নিশ্চিৎ হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, মানুষ তার ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকুক। এ সময় উপস্থিত ছিলেন ডিন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য বইটি ভূমিকা লিখেছেন স্যার নিজেই। তিনি ভূমিকাই লিখেছেন ‘বইটিতে একদিকে রয়েছে মামলা পরিচালনার নিয়ম-কানুন; অন্যদিকে রয়েছে বিভিন্ন মামলার আরজি, জবাব, আপিল, হলফনামা ও বিভিন্ন প্রকার দরখাস্তের নমুনা। ফৌজদারী মামলা পরিচালনা কিংবা ক্রিমিনাল প্র্যাকটিস বুঝতে, শিখতে এবং তা আদালতে প্রয়োগ করতে এ বইখানি নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। বইটি প্রকাশ করেছেন আইন বিষয়ক গ্রন্থের প্রকাশক ‘সুরভী বুক হাউজ, ঢাকা। দি সুপ্রীম বুক পাবলিকেশন্স এর পরিবেশনায় দেশের অভিজাত লাইব্রেরীগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় আইনগুলো বিশেষ করে পারিবারিক, মানবাধিকার, বিয়ে, তালাক, দেনমোহর, যৌতুক, নারী ও শিশু নির্যাতন বিষয়ে নিয়ে আইন ও নিয়মগুলো জানা ও আয়ত্ত করার ক্ষেত্রে বইটি অন্যতম প্রকাশনা। এ বই সাধারণ পাঠক থেকে শুরু করে আইনের শিক্ষার্থী, আইনজীবী, বিচারক ও গবেষকদেরও প্রয়োজন মেটাবে। প্রতিটি অধ্যায় আইনের গৎবাঁধা মারপ্যাঁচের শব্দ পরিহার করে সহ

প্রকৌশলী মজিদ’র উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

দিওল্ড কুষ্টিয়া ইস্কুলের এস এস সি “ব্যাচ-৮৬”সহ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ঐ ব্যাচের কৃতি ছাত্র প্রকৌশলী আব্দুল মজিদ’র উপর দূর্বৃত্তচক্রের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। সতীর্থ বন্ধু মজিদ সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থ্যতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে ব্যাচের পক্ষ থেকে। সেইসাথে বন্ধু পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। উল্লেখ্য,ওজোপাডিকো’র বৃহত্তর ফরিদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ গত ১৯ সেপ্টেম্বর, বৃষ্পতিবার বিকেল ৩টায় নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে ঐ অঞ্চলের কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের হিং¯্র আক্রমনের শিকার হন। ঘটনার পর প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা

বাংলা সাহিত্যের নতুন অধ্যায় : নূর মোহাম্মদ রবিউলের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ ‘সৃষ্টি’ বইটি

একটি বই মানুষের মনের চোখ খুলে দেয়। সৃজনশীল বাংলা সাহিত্যের অনুরূপ উল্লেখিত ও সমালোচিত বইয়ের নাম কমই শোনা যায়। বাংলাদেশের গুণীজনের অনেক প্রকাশিত বইয়ের মধ্যে কুষ্টিয়ার কবি ও লেখক নূর মোহাম্মদ রবিউলের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ ‘সৃষ্টি’ সৃজনশীল বাংলা সাহিত্যের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। বাংলা সাহিত্য জগতের এক অভিন্ন নক্ষত্র কুষ্টিয়ার এই লেখক তাঁর লেখাতে তত্ত্ববিদ্যাকে সামনে রেখে মহামূল্যবান সাহিত্যকর্ম সৃষ্টির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ, মানুষের নৈতিক শিক্ষা ও মহৎ আদর্শ গ্রহণের দিপ্ত আলো ছড়ানোর আতœাদর্শ প্রকাশ করেছেন। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৩’ এই দিনে বইটি জাতীয় একুশে বইমেলাতে আত্মপ্রকাশ পেয়েছে। অনেক প্রকাশিত বইয়ের মধ্যে নুর মোহাম্মদ রবিউলের লেখা প্রকাশিত পঞ্চমতম কাব্যগ্রন্থ ‘সৃষ্টি’ বইটি পাঠকদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। বই মনকে সুন্দর করে ও মহৎ হবার স্বপ্ন দেখায়। অনুরুপ লেখা লেখকের এই মনকাড়া আদর্শ ‘সৃষ্টি’ বইটি নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্থান, গোষ্ঠীতে ও লাইব্রেরীতে আলোচনায় প্রশংসার দাবি তুলেছে। অনেক পাঠকদের মতে বইটি যে পড়েছে সেই লেখকের মেধা, প্রজ্ঞা, লেখনী শক্তির গভীরতার মহত্বকে প্রকাশ করেছেন। লেখক মা’কে মহাজগতের শ্রেষ্ঠ ও সৃষ্টির সেরা উপহার হিসেবে স্বীকৃতিসহ সকল মায়েদের শ্রদ্ধায় উৎসর্র্গ করেছেন ‘সৃষ্টি’ বইটি। বইটিতে কবিতার ছন্দের রাজত্বে দখলকৃত চল্লিশটি মর্মস্পর্শী কবিতা রয়েছে। যা লেখকের

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশ্য ধুমপান করায় জরিমানা দালালের কারাদণ্ড

আব্দুম মুনিব : কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভ্রাম্যনাম আদালত অভিযান চালিয়ে প্রকাশ্য ধুমপান করায় ১ জনকে জরিমানা ও ১ দালাল কে ১ মাসের কারাদণ্ড দিয়েছে।গতকাল দুপুর ১২ চালানো এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড এসএম জামাল।দুপুরে দালাল চক্র ধরতে কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভ্রাম্যনাম আদালত অভিযান চালায় এসময় হ্সপাতাল চত্বরে প্রকাশ্য ধুমপান করায় ধুমপান ও তামাতজাত দ্রব আইন ২০০৫ এর ৪ ধারায় চৌড়হাস ফুলতলার শাকিল আহমেদ নামে ১ জনকে ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় একই অভিযোগে আলম ও রুহুল কে কান ধরে উঠবস করানো হয়।এরপর সরকারী আদেশ অমান্য করে হাসপাতালের রোগীদের সাথে প্রতারনা কর্য়া গণ উপদ্রব বন্ধের নির্দেশ প্রদানের পরেও তা অব্যহৃত রাখার ২৯১ ধারায় হাসপাতালের গেত সংলগ্ন পপুলার ডায়গনষ্টিক

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন ডিসি সৈয়দ বেলাল হোসেন

   আশরাফুল ইসলাম : কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।গতকাল দুপুর ১ টায় তিনি আকষ্মিক ভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রবেশ করেন এবং হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে পরিদর্শন করেন।তিনি হাসপাতালের প্রতিটি ডাক্তারের চেম্বার ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন।এসময় তিনি সকলের উদ্যেশে বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দালালের কোন প্রকার স্থান নেই।তিনি নিদিষ্ট দিন এবং সময় ব্যাতীত ওষধ কোম্পানীর প্রতিনিধিদের হাসপাতালের কোম্পাউন্ডে গমন না করার ব্যাপরে ও হাসপাতাল চত্বরে ধুমপায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।এসময় আরো উপস্থিত আরো ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড এসএম জামাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ অরবিন্দ পাল স্থানীয় জনপ্রতিনিধি বাবুসহ অনান্য ব্যক্তীবর্গ।