রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

বাংলা সাহিত্যের নতুন অধ্যায় : নূর মোহাম্মদ রবিউলের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ ‘সৃষ্টি’ বইটি

একটি বই মানুষের মনের চোখ খুলে দেয়। সৃজনশীল বাংলা সাহিত্যের অনুরূপ উল্লেখিত ও সমালোচিত বইয়ের নাম কমই শোনা যায়। বাংলাদেশের গুণীজনের অনেক প্রকাশিত বইয়ের মধ্যে কুষ্টিয়ার কবি ও লেখক নূর মোহাম্মদ রবিউলের মর্মস্পর্শী কাব্যগ্রন্থ ‘সৃষ্টি’ সৃজনশীল বাংলা সাহিত্যের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। বাংলা সাহিত্য জগতের এক অভিন্ন নক্ষত্র কুষ্টিয়ার এই লেখক তাঁর লেখাতে তত্ত্ববিদ্যাকে সামনে রেখে মহামূল্যবান সাহিত্যকর্ম সৃষ্টির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ, মানুষের নৈতিক শিক্ষা ও মহৎ আদর্শ গ্রহণের দিপ্ত আলো ছড়ানোর আতœাদর্শ প্রকাশ করেছেন। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৩’ এই দিনে বইটি জাতীয় একুশে বইমেলাতে আত্মপ্রকাশ পেয়েছে। অনেক প্রকাশিত বইয়ের মধ্যে নুর মোহাম্মদ রবিউলের লেখা প্রকাশিত পঞ্চমতম কাব্যগ্রন্থ ‘সৃষ্টি’ বইটি পাঠকদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। বই মনকে সুন্দর করে ও মহৎ হবার স্বপ্ন দেখায়। অনুরুপ লেখা লেখকের এই মনকাড়া আদর্শ ‘সৃষ্টি’ বইটি নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্থান, গোষ্ঠীতে ও লাইব্রেরীতে আলোচনায় প্রশংসার দাবি তুলেছে। অনেক পাঠকদের মতে বইটি যে পড়েছে সেই লেখকের মেধা, প্রজ্ঞা, লেখনী শক্তির গভীরতার মহত্বকে প্রকাশ করেছেন। লেখক মা’কে মহাজগতের শ্রেষ্ঠ ও সৃষ্টির সেরা উপহার হিসেবে স্বীকৃতিসহ সকল মায়েদের শ্রদ্ধায় উৎসর্র্গ করেছেন ‘সৃষ্টি’ বইটি। বইটিতে কবিতার ছন্দের রাজত্বে দখলকৃত চল্লিশটি মর্মস্পর্শী কবিতা রয়েছে। যা লেখকের এই অসাধারণ লেখা ছন্দে, গন্ধে, আনন্দে কবির অন্তরের ধ্বনি ও প্রতিধ্বনি স্পন্দিত করে কাব্যগ্রন্থটি পাঠকদের হৃদয়ের পরশে গুঞ্জরিত করেছে। মনকাড়া আদর্শ বইটিতে লেখক তাঁর লেখাতে অতি সংক্ষেপে এক একটি বিষয়কে দিয়ে আদর্শ গুণাবলীর মাধ্যমে সু-শৃঙ্খল জীবন সাজানোর অত্মপ্রকাশ করেছন।মনোরম ছন্দের তালে সাজানো মহৎ বিষয়গুলি পরিমার্জিত রুপে সৃজনশীল বাংলা সাহিত্য কর্মে বইটিতে যে সকল কবিতা স্থান পেয়েছে তা হচ্ছে; সৃষ্টি, চেষ্টা, রব, মা, পিতা, শিক্ষক, ওপারে, দেখা, চলন্ত, ভালবাসার বরণে শেখা, জীবনযুদ্ধ, স্বপ্ন ,মন, সুর, কলম, কথা, চেনা, বিদায়, মৃত্যু, প্রণের মানুষ, ওগো নারী, তোমার, দুঃখ, প্রেম কেন ঘৃণা?, জনসংখ্যা, যৌবন, জীবন্ত, ভালবাসা, বিন্দু, সমন ঘাড়ে, মৃত্যুর ভয়, জীবন, ভালবাসি, শ্রেষ্ঠ গুণাবলী, পোশাক, শ্বাস ও প্রশ্বাস, শ্রেষ্ঠ বাসা, ওগো অন্তর্যামী, ভালবাসাই জীবন ও ভালবাসি নিজেকে। এসকল বিষয়গুলি নিয়ে অপরূপ সুন্দর ও মার্জিত ভাষায় সাজিয়েছেন লেখক তাঁর হৃদয় নিংড়ানো অকপট বেশকিছু অনুভূতির পংক্তিমালা দিয়ে। শ্রেষ্ঠ মনকাড়া আদর্শ এই ‘সৃষ্টি’ বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনী- লেখনী। বইটির প্রচ্ছদ করেন মহামান্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার আব্দুললাহ আল সাইখ। সৃজনশীল বাংলা সাহিত্যের গবেষণামূলক সম্বলিত কুষ্টিয়ার এই লেখকের অসাধারণ লেখা ‘সৃষ্টি’ বইটি সকলের আতœায় যেমন পরশ বোলাবে তেমনি সূধী মহল মনে করেন এটি মানব জীবনে এক মহৎ আদর্শ গঠনের হাতিয়ার হিসেবে সহায়ক হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন