রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

১৫ তম শহীদ খোরশেদ আলম স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন

শিমূল আহমেদ : কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নে ১৫ তম শহীদ খোরশেদ আলম স্বৃতি ফুটবল টূর্ণামেন্টে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের কমলাপুর হাই স্কুল ফুটবল মাঠে টূর্ণামেন্টে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান হয়।খেলায় যদুবয়রা বিএম একাদশ ১-০ পান্টি খেলোয়ার কল্যাণ সংস্থা কে হারিয়ে জয় লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে স্থানীয় ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর সভাপতি মখলেচুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক শিক্ষানুরাগী প্রকৌশলী জাকির হোসেন সরকার, ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর উপদেষ্টা আবুল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ও উক্ত খেলার প্রধান পরিচালক মাসুদ আলম।জাকির হোসেন সরকার তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন কে সুন্দর রাখে। খেলাধুলার মাধ্যমে তরুন সমাজ মাদক থেকে দুরে থাকে। তাই লেখাপরার পাশাপাশি খেলাধুলা অত্যান্ত জরুরী।তিনি বর্তমান ক্লাবের কার্যক্রমের ভুয়সি প্রশংসা করেন। সেই সাথে তিথি এলাকার যে কোন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগীতার প্রতিশ্র“তি দেন। পরে বিজয়ী দল কে পুরস্কার প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আহমেদ আলী, জিয়ারখি ইউনিয়নের মেম্বার শাজাহান আলী, সমাজ সেবক মকিম উদ্দিন বিশ্বাস, ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক মুছা আহমেদ, ক্রিড়া সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন