রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশ্য ধুমপান করায় জরিমানা দালালের কারাদণ্ড

আব্দুম মুনিব : কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভ্রাম্যনাম আদালত অভিযান চালিয়ে প্রকাশ্য ধুমপান করায় ১ জনকে জরিমানা ও ১ দালাল কে ১ মাসের কারাদণ্ড দিয়েছে।গতকাল দুপুর ১২ চালানো এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড এসএম জামাল।দুপুরে দালাল চক্র ধরতে কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভ্রাম্যনাম আদালত অভিযান চালায় এসময় হ্সপাতাল চত্বরে প্রকাশ্য ধুমপান করায় ধুমপান ও তামাতজাত দ্রব আইন ২০০৫ এর ৪ ধারায় চৌড়হাস ফুলতলার শাকিল আহমেদ নামে ১ জনকে ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় একই অভিযোগে আলম ও রুহুল কে কান ধরে উঠবস করানো হয়।এরপর সরকারী আদেশ অমান্য করে হাসপাতালের রোগীদের সাথে প্রতারনা কর্য়া গণ উপদ্রব বন্ধের নির্দেশ প্রদানের পরেও তা অব্যহৃত রাখার ২৯১ ধারায় হাসপাতালের গেত সংলগ্ন পপুলার ডায়গনষ্টিক সেন্টারের এক্সে ম্যান হাফিজুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হাফিজুল লাহীনি বটতলার মৃত গোলাম সরোয়ারের পুত্র।
এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল থানার এএসআই রেজাউলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন