রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

বাঁশগ্রাম কলেজে মতবিনিময় সভায় এ্যাড. গোলাম মহম্মদ

অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখছে আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ

ষ্টাফ রিপোটার : বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থানে অনেক সুনামের সাথে দায়িত্ব পালন করছে।গতকাল দুপুরে বাশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের হল রুমে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি এ্যাড. গোলাম মহম্মদ এ কথা বলেন।তিনি বলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ঐকান্তিক প্রচেষ্টায় বিগত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন এ কলেজের অবকাঠামো উন্নয়ন, পাঠাগারের উন্নয়ন, কম্পিউটার ল্যাব স্থাপন, বিজ্ঞানাগারের উন্নয়ন সহ কলেজকে উচ্চ মাদ্যমিক থেকে ডিগ্রি পর্যায়ের কোডে উন্নিত্ব করা হয়।এছারাও তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এ কলেজের ভবন উদ্বোধন করেন।তিনি আগামীতে কলেজের যে কোন উন্নয়নে শরীক থাকার দৃড় প্রত্তয় ব্যাক্ত করেন।সভায় উক্ত কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধাক্ষ্য আব্দুস সাত্তার সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, আব্দুল মজিদ, গোলাম মোস্তফা, প্রভাষক আলী হোসেন প্রমুখ।সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আলী, ইউপি সদস্য শাহিন উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন