রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

খুলনায় খালেদা জিয়ার জনসভায় সরকারের প্রতি গণঅনাস্থা জানানো হবে : তরিকুল ইসলাম

হাওয়া ডেস্ক : ২৯ সেপ্টেম্বর খুলনায় বেগম খালেদা জিয়ার জনসভায় ১০ লাখেরও বেশি লোকের সমাগম ঘটবে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। তিনি বলেন, সমাবেশে বৃহত্তম গণউপস্থিতির মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের প্রতি গণঅনাস্থা জানাবে জনগণ। তরিকুল ইসলাম শনিবার দুপুরে যশোর শহরের পৌরকমিউনিটি সেন্টারে দলের খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে একথা বলেন। তরিকুল ইসলাম বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাদের অধীনে কোন সুষ্ট নির্বাচন প্রত্যাশা করতে পারেনা জনগণ। তিনি অবিলম্বে এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন পূনর্গঠনের দাবি জানান।দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, খুলনা মহানগরী বিএনপির সভাপতি ও সংসসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর মাজেদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক আমজাদ আলী এমপি, জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সর্দার আলী হোসেন সহ ১০ জেলার বিএনপির জেলা, উপজেলা, মহানগর, পৌরকমিটির সভাপতি সম্পা
দকবৃন্দ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন