সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৩

দৌলতপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুরে ২২ সেপ্টেম্বর গরীব রোগীদের জন্য দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও জনতা কো-অপারেটিভ সোসাইটি লি: এর যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল। জনতা কো-অপারেটিভ সোসাইটি লি: এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বি, সমবায় কর্মকর্তা মির্জা কামাল হোসেন, হাসনাবানু কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু তাহের, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ শীতেস চন্দ্র ব্যানার্জী, সমাজ সেবক সরদার অহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুন কুমার মন্ডল বলেন, সমাজের অসহায় ও বৃদ্ধ ব্যাক্তিদের সেবা করার লক্ষে জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার। জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদের মত এ ধরনের নিঃস্বার্থ সেবা করার মানসিকতা যদি অন্য ধনাঢ্য ব্যাক্তিগুলোর থাকতো তাহলে সমাজের চিত্রই বদলে যেত। তিনি আশা প্রকাশ করেন জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ যে ভাবে সমাজের বিভিন্ন কাজ করে যাচ্ছে সে ধারা আগামীতেও বজাই থাকবে। সভাপতির বক্তব্যে জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আবুল কালাম বলেন, জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছ্।ে বিনা মুল্যে চক্ষু শিবির তার মধ্যে একটি। তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বিগত বেশ কয়েক বছর ধরে জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ এই চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করছে। সমাজ ও অসহায় মানুষের উন্নয়নে আরো যদি কোন কর্মসূচী হাতে নেয়ার পরিবেশ পাওয়া যায় তবে জনতা কো-অপারেটিভ সোসাইটি লিঃ তা অবশ্যই করবে। এই জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন