সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৩

কুষ্টিয়ায় মালয়েশিয়া এডুকেশন সেন্টার শিক্ষা মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মালয়েশিয়া এডুকেশন সেন্টার শিক্ষা দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। গতকাল রোববার মাল য়েশিয়ান হাই কমিশন, ঢাকার সহযোগিতায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা চলে। মেলায় কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক শিক্ষার্থীসহ অভিভাবক স্বতঃস্ফর্তভাবে ভিড় জমায়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের ঢাকা থেকে আগত মালয়েশিয়া এডুকেশন সেন্টারের কাউন্সিলর মোহাইমিনুর রাফি, সাজিদ হাসান চৌধুরী, সাঈদ আহম্মেদ অরন্য, রিয়াজুল মাহমুদ রিফাত, লোকনাথ চন্দ্র দাস ও তারিকুল ইসলাম মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে চাকরীসহ লেখাপড়ার সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় মালয়েশিয়া এডুকেশন সেন্টারের সিইউও কাজী ইমরান এম হক মুঠো ফোনে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া এডুকেশন সেন্টার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন। এ সেন্টারের মাধ্যমে মদ্যবিত্ত পরিবারের সন্তানরা বিদেশী লেখপড়ার সুযোগ পাবে। মাত্র ২ লাখ ২১ হাজার টাকায় মালয়েশিয়া এডুকেশন সেন্টারের মাধ্যমে এদেশের শিক্ষার্থী উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবে। মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রনালয় কর্তৃক স্কিলস মালয়েশিয়া ইনভাইট কোর্স চলাকালীন চাকরীসহ এক বছরের হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স ও সাথে মাসিক ৩০ হাজার টাকা আয় করার সুযোগ রয়েছে। মাত্র এক তৃতীয়াংশ খরচে এক বছরের কোর্স শেষে ইংল্যান্ড, বৃটিশ, আমেরিকান, কানাডিয়ান ও অষ্টেলিয়ান ডিগ্রী অর্জন করতে পারবে। ইতিমধ্যে এ সেন্টারের মাধ্যমে বাংলাদেশের অনেক শিক্ষার্থী মালয়েশিয়াসহ বিদেশে বিভিন্ন দেশে লেখাপড়ার পাশাপাশি চাকরীরত আছে। তিনি কুষ্টিয়ার শিক্ষার্থীদের এ সেন্টারের মাধ্যমে স্বপ্ল খরচে উন্নত ডিগ্রি অর্জনে জন্য আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন