সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৩

দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের পর আটক যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

 দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমাšত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমাšত নদীর পাড় থেকে ০১ বাংলাদেশীকে আটক করে বিএসএফ । আটককৃত যুবক জামালপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ এরশাদ আলী (১৬)। বিজিবি ও এলাকাবাসী জানায়, রবিবার আনুমানিক সকাল পৌনে ৯ ঘটিকার সময় নিয়ে ১৫৩/৫ এস সীমাšত পিলার সংলগ্ন এলাকায় ঘাস কাটছিল। এসময় ভারতের নদীয়া জেলার মেঘনা কোম্পানী ৯১ বিএসএফ ক্যাম্পের নাসিরা পাড়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমাšত থেকে তাকে আটক করে। পরবর্তীতে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে ৮ সদস্য দলের নেতৃত্ব দেন মহিষকুন্ডি কোম্পানী সদর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাখাওয়াত হোসেন এবং মেঘনা কোম্পানী সদর ৯১বিএসএফ এর পক্ষে ১০ সদস্য দলের নেতৃত্ব দেন ৯১ বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর রাজকুমার। পতাকা বৈঠক অনুষ্ঠান হয় ১৫২/৭ এস পিলার সীমাšত এলাকায়। পতাকা বৈঠক অনুষ্ঠানের পর প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম (গেদু) এর মাধ্যমে সাড়ে ১১ ঘটিকার সময় যুবকটির বাবা-মার কাছে সোপর্দ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন