সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৩

খোকসায় বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত : ৫টি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

খোকসা প্রতিনিধি : গতকাল শনিবার কুষ্টিয়ার খোকসায় জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলি বিজ্রের কাছে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ফজলুর রহমান ওরফে ফজলু (৩৫) নামের এক চরমপন্থী নিহত হয়েছে। এসময় ডিবি পুলিশ ৫ টি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে । জানা যায়, শনিবার গভীর রাতে সন্ত্রাসী ফজলু খোকসা উপজেলার উথলী গ্রামে অবস্থান করে। এ খবর জানতে পেরে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল সেখানে হানা দেয়। । পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজলু বাহিনীর সশস্ত্র ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে উভয় গ্র“পের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে চরমপন্থী ফজলু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এবং পুলিশ সেখান থেকে ১ টা পিস্তল, ১ টা রিভালবার, ১ টা পই্পগান, ২ টা এলজি, ১ টা চাপাতি, ১ টা রামদাসহ বিভিন্ন অস্ত্রের ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী ফজলু কুমারখালী উপজেলার যদুবায়রা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, বন্ধুকযুদ্ধে নিহত ফজলু নিষিদ্ধ ঘোষিত গনমুক্তিফৌজের শীর্ষ নেতা ও বাহিনী প্রধান। তার বিরুদ্ধে খোকসা আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামসহ চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলা সহ একাধিক মামলা ও জিডি রয়েছে । সে দীর্ঘদিন ধরে নিজের নামে বাহিনী গঠন করে খুন ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন