সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৩

দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ঐ কৃষককে ফেরত চেয়ে বিএসএফ কে পত্র দিলেও বিএসএফ কোন জবাব দেয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও এলাকাবাসী জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী জামালপুর এলাকার ১৫৩/৫ এস সীমানা পিলার সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড়ে ঘাস কাটার সময় রবিবার সকাল পৌনে ৯ টার দিকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা জামালপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এরশাদ আলী (১৭) কে ধরে নিয়ে যায়। বিজিবি ৩২ ব্যাটালিয়নের জামালপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মালেক জানান, আমরা খবরটি নিশ্চিত হবার পর বিএসএফকে বাংলাদেশী কৃষককে ফেরত চেয়ে পত্র দিলেও এখনো কোন জবাব দেয়নি বিএসএফ। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় পাশ্ববর্তী রামকৃঞ্চপুর চল্লিশপাড়া সীমান্ত থেকে ২ বাংলাদেশী জেলেকে মাছ ধরার সময় বিএসএফ ধরে নিয়ে ভারতের জেলে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন