রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

কুষ্টিয়ায় ইশা ছাত্র আন্দোলনের উদ্যেগে কর্মী প্রত্যাশি তারবিয়াত অনুষ্ঠিত

  ষ্টাফ রিপেটার : কুষ্টিয়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে উদ্যেগে কর্মী প্রত্যাশি তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা কার্যালয়ে কর্মী প্রত্যাশি এ তারবিয়াত অনুষ্ঠিত হয়। তারবিয়াত অনুষ্ঠানে ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সদস্য ছাত্রনেতা মুহাঃ হাসিবুল ইসলাম হাসিব। প্রধান অতিথি হাসিবুল ইসলাম হাসিব বলেন, বাংলাদেশে বিভিন্ন ছাত্র সংগঠন আছে। তার মধ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্যাতিক্রম ধর্মী একটি সংগঠন। এ সংগঠনের মাদ্যমে ছাত্র সমাজ সৎ নিষ্ঠাবান ও কোরআন হাদিস মেনে রাসুল (সাঃ) এর আদর্শে জীবন গঠন করতে পারবে ইনশাআল¬¬াহ। এজন্য আমাদের ইশা ছাত্র আন্দোলনের পাঁচ দফা কর্মসূচী নিয়ে কাজ করতে হবে। তিনি আরোও চলেন আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নিজের আতœাকে পরিশুদ্ধ করে ইখলাছের সাথে নিজে আমল করব এবং ছাত্র সমাজকে দ্বীন ইসলামের প্রতি গন দাওয়াত প্রদান করব। আর এ গন দাওয়াতের মাধ্যমে গন সচেতনতা তৈরী হবে আর গন সচেতনতার পর গন দাবীতে পরিণত হবে এবং এই গন দাবীর মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।তিনি আরো বলেন আমারা এখন ছাত্র। ভবিষ্যতে এ সমাজের দায়ভার আমাদেরই গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের লেখা পড়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কোরআন হাদিস আরো বেশি বেশি গবেষনা করতে হবে। আজ কাফের মুশরিক ও ইসলামের শত্র“রা যেভাবে যত দিক থেকে আমাদের আক্রমন করতেছে তাদের ও সেই সব দিক থেকে আমাদের প্রতিহত করতে হবে। তারা যদি লিখনীর মাধ্যমে ইসলামের বিরোধিতিা করে আমাদের ও লিখনীর মাধ্যমে তাদেও জবাব দিতে হবে। তারা যদি আধুনিক বিজ্ঞান ও টেকনোলজীর মাধ্যমে মুসলমানদের উপর আক্রমন করে তাহলে আামাদের ও সে সমস্ত জ্ঞান অর্জন করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সে জন্য আমরা যে যেই সেক্টরে আছি সে সেক্টরে যোগ্যবান করে নিজেকে গড়তে হবে। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমরা সমস্ত কাজ আল¬¬াহ তায়লার রাজী খুশি ও রাসুল (সাঃ) এর নির্দেশিত পথে করব। আমরা কোন ব্যাক্তিকে রাজি খুশির জন্য কাজ করব না। এমন কি যদি আমাদের আমীর পীর সাহেব হুজুর চরমোনাই ও যদি কোরআন হাদিসের বিপরীত কোন কাজ করেন তাহলে আমরা তার সাথে থাকব না। তিনি তার বক্তৃতায় ইসলাম দেশ ও মানবজাতীর মুক্তির জন্য সকল ছাত্র সমাজ কে ইশা ছাত্র আন্দোলন এর সুশীতল ছায়াতলে আসার উদাত্ত আহবান জানান। পরিশেষে সদস্যদের কর্মীমানে উর্ত্তিনের জন্য তিনি পরীক্ষা নেন। এবং সভাপতীর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন