রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

ইবিতে নতুন নিয়োগ বন্ধে শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষনা

রাশেদুন নবী রাশেদ,ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলাকারীদের পুরস্কিত করতে প্রশাসন নতুন করে অবৈধ নিয়োগের পায়তারা করছে বলে অভিযোগ করেছে শিক্ষক সমিতি। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় শিক্ষক সমিতির কার্যলয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন শিক্ষক সমিতির সভাপতি। সভাপতি প্রফেসর নজিবুল হক আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ৩৫৮জন শিক্ষক, ৩১৯জন কর্মকর্তা, ২৫৩জন সহায়ক কর্মচারি ও ৩১১জন সাধারণ কর্মচারিসহ মোট ১২৪১জন জনবল আছে। সবার বেতন ভাতা পরিশোধ করতে হিমসিম খাচ্ছে প্রশাসন। এদিকে গত ভিসির আমলে নিয়োগ প্রাপ্ত ১১৬ জনের বেতন দেয়না সরকার। এদের বেতনভাতা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে দিতে হচ্ছে। মাদ্রাসা সেকশন থেকে বছরে ২০ থেকে ৩০ কোটি টাকা আয় করে বিশ্ববিদ্যালয়। এর পরেও ৫০ কোটি টাকার বাজেট ঘাটতি আছে। এদিকে মহান সংসদে আরবি বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছে। অচিরেই মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবে। তখন বড়ধরনের আয় বন্ধ হয়ে যাবে। বর্তমানে সকলের বেতন ভাতা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের মহার্ঘ ভাতা, খাতা মূল্যায়ন ফি সহ অনেক টাকা পরিশোধ করতে পারছেনা। এসব করণে যদি আবার নতুন নিয়োগ দেওয়া হয় তাহলে শিক্ষদেরকে রংপুর বিশ্ববিদ্যালয়ের মত পরিণতি বরন করতে হবে। তাছাড়া যে সকল বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা চলছে সেখানে কোন প্লানিং কমিটির অনুমোদন না করে জোর করে নিয়োগ দেওয়ার পায়তারা চলছে। গত বছর ১২ ও ১৯ নভেম্বর শিক্ষদের উপর যারা হামলা করেছিল তাদেরকে বিভিন্ন অফিসে নিয়োগের পায়তারা করছে বলেও জানায়। এমনত অবস্থায় বর্তমান প্রশাসনের অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে শিক্ষক সমিতি নতুন কর্মসূচি ঘোষনা করেছে। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গণসংযোগ করবে এবং ২৬ তারিখে মৌন মিছিল করে সমাবেশ করবে। এতেও যদি নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করে তাহলে সমাবেশে আরও কঠিন কর্মসূচির ঘোষনার আল্টিমেটাম দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন