রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

তরুণ আইনজীবী সিরাজ প্রামাণিকের ৯ম আইনবিষয়ক বই তুলে দিলেন ডঃ শাহজাহান মন্ডলের হাতে

 প্রেস বিজ্ঞপ্তি : তরুন আইনজীবী, সাংবাদিক ও গবেষক সিরাজ প্রামাণিকের ৯ম আইন বিষয়ক গ্রন্থ ‘বিয়ে, তালাক, দেনমোহর ও যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন’ বইটি গতকাল আনুষ্ঠানিকভাবে তুলে দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের ডিন ও আইন বিশেষজ্ঞ ড. শাহজাহান মন্ডলের হাতে। বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, যে সমাজে আইনের শাসন নেই, সে সমাজ সভ্য বলে বিবেচিত নয়। একটি সচেতন জনগোষ্ঠীই পারে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা চাই আমাদের দেশে আইনের শাসন নিশ্চিৎ হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, মানুষ তার ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকুক। এ সময় উপস্থিত ছিলেন ডিন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য বইটি ভূমিকা লিখেছেন স্যার নিজেই। তিনি ভূমিকাই লিখেছেন ‘বইটিতে একদিকে রয়েছে মামলা পরিচালনার নিয়ম-কানুন; অন্যদিকে রয়েছে বিভিন্ন মামলার আরজি, জবাব, আপিল, হলফনামা ও বিভিন্ন প্রকার দরখাস্তের নমুনা। ফৌজদারী মামলা পরিচালনা কিংবা ক্রিমিনাল প্র্যাকটিস বুঝতে, শিখতে এবং তা আদালতে প্রয়োগ করতে এ বইখানি নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। বইটি প্রকাশ করেছেন আইন বিষয়ক গ্রন্থের প্রকাশক ‘সুরভী বুক হাউজ, ঢাকা। দি সুপ্রীম বুক পাবলিকেশন্স এর পরিবেশনায় দেশের অভিজাত লাইব্রেরীগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় আইনগুলো বিশেষ করে পারিবারিক, মানবাধিকার, বিয়ে, তালাক, দেনমোহর, যৌতুক, নারী ও শিশু নির্যাতন বিষয়ে নিয়ে আইন ও নিয়মগুলো জানা ও আয়ত্ত করার ক্ষেত্রে বইটি অন্যতম প্রকাশনা। এ বই সাধারণ পাঠক থেকে শুরু করে আইনের শিক্ষার্থী, আইনজীবী, বিচারক ও গবেষকদেরও প্রয়োজন মেটাবে। প্রতিটি অধ্যায় আইনের গৎবাঁধা মারপ্যাঁচের শব্দ পরিহার করে সহ
জবোধ্য করে রচিত হয়েছে। প্রতিটি বিষয়ে দেখানো হয়েছে উদাহরণ। এতে আইনের বিষয়গুলো আর তাত্ত্বিক থাকেনি, হয়ে উঠেছে ব্যবহারিক। ফলে পাঠক সহজেই তাঁর সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন। প্রতিটি বিষয়ে সর্বশেষ সংশোধনী থেকে তথ্য দেওয়া হয়েছে। সুবিন্যস্তভাবে সাজানোর কারণে বিষয়গুলো হয়ে উঠেছে সাবলীল। আইনের ভাষা কঠিন, পড়ে বোঝা কষ্টকর এ ধারণা পাল্টে যাবে বইটি পড়লে। নিত্য প্রয়োজনীয় আইনগুলো নিয়ে কোনো আইনি ঝামেলায় পড়লে কী করতে হবে, নিয়মকানুন কী, কোথায় যেতে হবে, কত খরচ হবে পাঠক খুব সহজেই এ বই থেকে পাবেন। একটি দেশে, একটি সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ব্যাপক জনগোষ্ঠীর আইন সম্পর্কে সচেতনতা। এ বাস্তবতার নিরিখে লেখকের এ বইখানি অপরাধ সচেতন একটি জনগোষ্ঠী সৃষ্টি করতে অবদান রাখবে। ৫৫ গ্রাম অফসেট কাগজে ছাপা বইটির পৃষ্ঠা সংখ্যা ৬১০। মূল্য ৩৫০ টাকা মাত্র। চমৎকার প্রচ্ছদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন