শনিবার, মে ১৭, ২০১৪

র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও মটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাওয়া ডেস্ক : গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লার দরগা বাজারস্থ দৌলতপুর ও ভেড়ামারা প্রধান সড়কের দক্ষিন পার্শ্বে মটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ফেনসিডিল ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক (৫৩), পিতা মোঃ রিয়াজ উদ্দিন মালিথা, সাং-চাঁদনা নারায়ণপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে দুইটি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত যথাক্রমে ১০০+১৯৪=২৯৪ (দুইশত চুরানব্বই) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ০১ টি লাল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন

দৌলতপুরে ৩‘শ বোতল ফেনসিডিল সহ এমপি‘র ভাগ্নে আটক

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে দৌলতপুর আসনের সংসদ সদস্যের ভাগ্নেকে ফেনসিডিল সহ আটক করেছে র‌্যাব। র‌্যাব ও পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আল্লারদর্গা বাজারে দৌলতপুর আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকন চৌধুরীর অফিসের সামনে একটি সিএনজিতে তোলার সময় বস্তাভর্তি ২৯৪ বোতল ফেনসিডিল সহ আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে। রাজ্জাক সোনাইকুন্ডি গ্রামের মৃত

মেহেরপুরে আ’লীগ ও বিএনপি’ সংঘর্ষে ১০টি বোমা বিষ্ফোরণ : আহত ৬


মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি খাঁসমহল গ্রামে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ১০ টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। বোমাঘাতে ওই গ্রামের আব্দুল মন্ডলের ছেলে বিএনপি সমর্থক খবির উদ্দীন মালিথা (৫০), আব্দুল মন্ডলের ছেলে ফজিল মালিথা (৫০), নুর মহাম্মদের ছেলে শফিকুল ইসলাম ((৪৩), সামসুনাহার(৪৫)দুবাই প্রবাসী জিল্লুর রহমানের স্ত্রী জয়নব বেগম (৩৫) নামের ৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে জয়নব বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। ঘন্টা ব্যাপি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে আওয়ামীলীগ সমর্থকরা গ্রামটির দখল নিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি ঘর ও দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা।  বিএনপি সমর্থক পল্টু ও ফজিল মন্ডল জানান, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকরাম হোসেন ও তার ছেলে সোহেল রানা, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের নেতৃত্বে আওয়ামীলীগ সমর্থকরা বিএনপি সমর্থক পল্টুর গার্মেন্টস দোকানে হামলা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ফজিল মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে টিভি ভাংচুর করে ৫০

নাইন এম.এম পিস্তলসহ মেহেরপুরে যুবলীগ নেতা সহ আটক ৩

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর যুবলীগ নেতা আবুল কালাম (৩৮) সহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আটক অপর দু’জন হচ্ছেন থানা পাড়ার নুরুল হুদার ছেলে রফিকুল ইসলাম রফিক (২৮) ও একই পাড়ার ইব্রাহিম জেয়ার্দ্দারের ছেলে খোকন মিয়া (৩২)। রফিকের কাছ থেকে একটি নাইন এম.এম পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, আবুল কালামের নেতৃত্বে আটক অপর দু’জন নাশকতার পরিকল্পনা করছিল। এদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাংনী শহর থেকে তাদের আটক করা হয়। এ

শুক্রবার, মে ১৬, ২০১৪

ভারতের সাথে সম্পর্কের ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা : ফখরুল


হাওয়া ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভারতের সাথে ঝগড়া করতে চাই না। সুসম্পর্ক চাই। কিন্তু তার ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন। ভাসানী স্মৃতি পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। তিস্তা চুক্তি না হওয়ার জন্য আওয়ামী লীগের নতজানু নীতিকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুনলাম তিস্তা চুক্তি হচ্ছে। কিন্তু এখনো হয়নি। তিস্তা চুক্তি হবে না। কারণ নতজানু দাসসুলভ মনোভাব নিয়ে অধিকার আদায় করা যায় না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমাঞ্চলের অনেক জেলা মরুভূমি হয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন মরুভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, সরকার এ বিষয়ে কোনো জোর পদক্ষেপ নিচ্ছে না। র‌্যাব প্রসঙ্গে বিএনপির নেতা ফখরুল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য র‌্যাব গঠন করা হয়েছিল। তখন র‌্যাব জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই সরকার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে র‌্যাবকে ব্যবহার করা শুরু করেছে। র‌্যাব কঠিন সংকটে আছে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর যে মানসিকতা তা নিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। জনগণের অধিকার রক্ষার কথা উলে¬খ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের অধিকারই রক্ষা করতে পারেন না। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছেন। আর তাদের হাতে একের পর এক জনগণ লাশ হচ্ছে। মির্জা ফখরুল তরুণ ও যুবকদের ১৯৫২, ‘৬৯, ‘৭১ এবং ‘৯০ সালের মতো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নুর মোহাম্মদ খান প্রমুখ।

কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত মজিনা

শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেও বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে

আব্দুম মুনিব ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, রানা প্লাজা ট্রাজেডির মতো হৃদয় বিদারক ঘটনা যাতে আর না ঘটে সে দিকে বাংলাদেশ সরকারকে নজর দিতে হবে। সেই সাথে পোশাক কারখানার কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশকে আরো কাজ করতে হবে। তিনি বলেন, পৃথিবীর বড় বড় পোশাক ক্রেতারা বাংলাদেশের যেসব কারখানা থেকে পোশাক কিনে থাকেন সেগুলো পরিদর্শনের জন্য এই প্রথমবারের মতো ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এছাড়া বাংলাদেশের পোশাক শিল্পের কাজের পরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থাও (আইএলও) প্রথমবারের মতো ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। তারা কমপক্ষে ৮০০ কারাখানার পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায়। তিনি এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ নয়। দরিদ্র কিছু লোক এখানে থাকতে পারে। সৃষ্টিকর্তা বাংলাদেশকে সবকিছু দিয়েছেন। বাংলাদেশ উন্নত বিশ্বে সাথে তাল মেলাতে শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
ড্যান মজীনা বলেন, আমি ভেড়ামারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শন করে দেখেছি। কিভাবে ভারত থেকে আদমানী করা বিদ্যুৎ ঈশ্বরদী এবং খুলনাতে যায়। আগামীতে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ভুটান এমনকি চীন থেকেও এক শতাংশ বিদ্যুৎ আমদানী করা যাবে সম্ভব বলে তিনি জানান। আর এই বিদ্যুৎ আমদানী হলে বাংলাদেশ এশিয়ার ব্যাঘ্রশক্তিতে পরিণত হবে। এ দেশকে এশিয়ার বাঘে পরিণত করতে হলে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এ দেশে গ্যাস আছে, কয়লা আছে। এখানকার কৃষি ও খনিজ সম্পদ নিয়ে কাজ করতে হবে।’ ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আমি প্রত্যক্ষ বিনিয়োগ নিয়ে কথা বলতে চাই। বর্তমানে যুক্তরাষ্ট্র শত শত কোটি টাকা বিনিয়োগ করছে। ওই বিনিয়োগ

কুষ্টিয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্ব কোর্স সমাপনী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্ব কোর্স সমাপনি -২০১১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এস নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শামসুল হক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নাহার, তৌফিক আহম্মেদ, আব্দুল লতিফ, আব্দুল মালেক। স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি