শুক্রবার, মে ১৬, ২০১৪

ভারতের সাথে সম্পর্কের ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা : ফখরুল


হাওয়া ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভারতের সাথে ঝগড়া করতে চাই না। সুসম্পর্ক চাই। কিন্তু তার ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন। ভাসানী স্মৃতি পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। তিস্তা চুক্তি না হওয়ার জন্য আওয়ামী লীগের নতজানু নীতিকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুনলাম তিস্তা চুক্তি হচ্ছে। কিন্তু এখনো হয়নি। তিস্তা চুক্তি হবে না। কারণ নতজানু দাসসুলভ মনোভাব নিয়ে অধিকার আদায় করা যায় না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমাঞ্চলের অনেক জেলা মরুভূমি হয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন মরুভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, সরকার এ বিষয়ে কোনো জোর পদক্ষেপ নিচ্ছে না। র‌্যাব প্রসঙ্গে বিএনপির নেতা ফখরুল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য র‌্যাব গঠন করা হয়েছিল। তখন র‌্যাব জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই সরকার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে র‌্যাবকে ব্যবহার করা শুরু করেছে। র‌্যাব কঠিন সংকটে আছে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর যে মানসিকতা তা নিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। জনগণের অধিকার রক্ষার কথা উলে¬খ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের অধিকারই রক্ষা করতে পারেন না। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছেন। আর তাদের হাতে একের পর এক জনগণ লাশ হচ্ছে। মির্জা ফখরুল তরুণ ও যুবকদের ১৯৫২, ‘৬৯, ‘৭১ এবং ‘৯০ সালের মতো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নুর মোহাম্মদ খান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন