শুক্রবার, মে ১৬, ২০১৪

ইবিতে আবারো বহিরাগত চাকরী প্রত্যাশীদের গাড়ী অবেরোধ

রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো চাকরি প্রত্যাশ বহিরাগতরা চাকরীর দাবিতে ক্যাম্পাসের গাড়ী অবোরোধ করে। গতকাল দুপুর দু’টায় বিশ্ববিদ্যলয়ের মেইন গেইটে এ ঘটনা ঘটে। পরে প্রক্টর তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন। ক্যাম্পাস সুত্রে জানা যায় , বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে বহিরাগতদের চাকরীর এজেন্ডা অন্তর্ভ’ক্ত করতে দেরি করায় বহিরাগত চাকরী প্রত্যাশী সাবেক ইবি শাখা ছাত্রলীগের (বিলুপ্ত কমিটির) কয়েকজন নেতাকর্মী তাদের চাকরীর দাবীতে দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান নেয় ।ক্যাম্পাসের তৃতীয় শিফটের দুপুর ২টার গাড়ী ক্যাম্পাসে আসলেও ক্যাম্পাস থেকে যাবার পথে মইন গেটে তারা গাড়ী আটকিয়ে দেয়। প্রায় একঘন্টা ধরে গাড়ী চলাচল বন্ধ থাকে। এতে সাধারন শির্ক্ষাীরা দুপুরের কাঠফাটানো রোদে দাড়িয়ে চরম ভোগা›িতর শিকার হয়।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান প্রক্টরিয়াল বডিসহ ঘটনা স্থলে আসেন চাকরী প্রত্যাশীদের সাথে কথ বলে সমস্যার সমাধান করেন। পরে দুপুর তিনটার দিকে ক্যাম্পাস থেকে একঘন্টা দেড়িতে ক্যাম্পাসের গাড়ীগুলো ছেড়ে যায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কথায় কথায় চাকরী প্রত্যাশীরা একের পর এক গাড়ী অবরোধ, হরতাল, ভাংচুর করে যাচ্ছে। এতে আমাদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষর কাছে দ্রুত এর স্থায়ী সমাধান চাই। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর
রহমানের সাথে কথা বললে তিনি বলেন ‘ শোনা মাত্রই ঘটনা স্থলে যাই। সেখানে গিয়ে চাকরী প্রত্যাশীদের সাথে কথা বলে বিষয়টির সমাধান করি। গাড়ী অবরোধ, ভাংচুর ও প্রশাসনকে গালাগালি দিয়ে চাকরী পওয়া যাবেনা বলে তাদের এসব পরিত্যাগ করে প্রশাসনের সহযোগিতা করার পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন