শুক্রবার, মে ১৬, ২০১৪

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নিন্দা

শিকদার মেডিকেলের চিকিৎসক সফিউল আজম ও তার সহযোগীদেও দ্বারা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে আটকে রেখে নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে মেডিকেল কলেজ ও হাসপাতালে সংবাদ সংগ্রহ কালে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতীবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিন বলেন, ইতিমধ্যে রাজধানী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টার্নি চিকিৎসক ও পেটোয়া বাহিনীর হাতে বেশ কয়েকজন সাংবাদিক নির্মমভাবে নির্যাতিত হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হবে এবং দেশ
অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা করেন তারা। তারা সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। বিবৃতিতে সাংবাদিক নেতারা সাগর রুনি হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন