শনিবার, মে ১৭, ২০১৪

নাইন এম.এম পিস্তলসহ মেহেরপুরে যুবলীগ নেতা সহ আটক ৩

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর যুবলীগ নেতা আবুল কালাম (৩৮) সহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আটক অপর দু’জন হচ্ছেন থানা পাড়ার নুরুল হুদার ছেলে রফিকুল ইসলাম রফিক (২৮) ও একই পাড়ার ইব্রাহিম জেয়ার্দ্দারের ছেলে খোকন মিয়া (৩২)। রফিকের কাছ থেকে একটি নাইন এম.এম পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, আবুল কালামের নেতৃত্বে আটক অপর দু’জন নাশকতার পরিকল্পনা করছিল। এদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাংনী শহর থেকে তাদের আটক করা হয়। এ
সময় রফিকের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশী নাইন এম.এম পিস্তল উদ্ধার হয়েছে। মামলা দায়ের করে তিনজনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।   আবুল কালাম জেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বেতবাড়ীয়া গ্রামে। বর্তমানে তিনি গাংনীর চৌগাছা গ্রামের বাসিন্দা। গত উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন