শনিবার, মে ১৭, ২০১৪

ফারাক্কা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, ভারতের কারণে আজ দেশের পদ্মা, গড়াইসহ সকল নদী মৃত প্রায়। ভারতের ফারাক্কা বাঁধের কারণে এদেশ মরুভ’মিতে পরিণত হয়েছে। ভারত সরকারের চক্রান্তের শিকার বাংলাদেশের মানুষকে মরুভুমির হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে কঠোর থেকে কঠোরত আন্দোলন সংগ্রাম করতে হবে। শুক্রবার বিকেলে মজমপুর গেটে ফারাক্কা দিবস উপলক্ষে গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে ভারত অন্যায় ও অন্যায্যভাবে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানির একতরফা প্রত্যাাহার শুরু করে। ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ প্রায় মুরভুমিতে পরিণত হয়েছে। ওই এলাকাঘুলোর পানিতে আর্সেনিকসহ নানারকম প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। অথচ এই প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করেই তৎকালীন আওয়ামলীলীগ সরকার ফারাক্কা বাঁধের অনুমিত দিয়েছিল। এই অবৈধ সরকারের কারণেই এদেশ পানির হিস্যা থেকে বঞ্চিত। এই অবস্থা চলতে থাকলে সারা দেশই মরুভুমিময় হয়ে উঠবে।
সভায় আরো বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সহ-সভাপতি শহীদুলহক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, যুগ্ম সম্পাদক হাজী রবিউল আওয়াল, আতাউর রহমান মিঠু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহাবয়ক অ্যাড. শামিম উল হাসান অপু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুদজাহিদ, শহর বিএনপির সহ-সভাপতি আতাহার হোসেন তারা, জেলা জাসাসের সভাপতি ইমরান আহম্মেদ সঞ্জু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কেএইচ সরোয়ার প্রমুখ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন