শনিবার, মে ১৭, ২০১৪

বদর উদ্দিন বদু’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

হাওয়া ডেস্ক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলন, কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে বদুর অগ্রণী ভূমিকা ছিল। তার জন্য তাকে কারাবরণ করতে হয়েছে কয়েক বার। মেয়র বলেন, বদু স্বদালাপী, মিষ্টভাষী, নির্লোভ ও আদর্শবান নেতা ছিল। তার অর্থ উপার্জনের অনেক সুযোগ পেলেও তিনি কখনো তা গ্রহণ করেননি। বদুর মত ত্যাগী নেতার অভাব অপূরনীয়। মেয়র আরও বলেন, বদুর সুইপার থেকে শুরু করে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন মানুষের সাথে ছিল সু-সম্পর্ক। তার যে গুণাবলী ছিল সেই গুণাবলী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গতকাল শুক্রবার বিকেলে দেশওয়ালী পাড়া মুসলিম প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুষ্টিয়া পৌরসভার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদু স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী এসব কথা বলেন। হযরত বাবা নফর শাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী আলী হোসেন এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোধদয়ের সভাপতি গবেষক এ্যাডঃ লালিম হক,
সাবেক কমিশনার নাসির উদ্দিন আহমেদ, লালন একাডেমির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন ও কুষ্টিয়া জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার হাজী রফিকুল ইসলাম টুকু। স্মরণ সভাটি পরিচালনা করেন আব্দুল লতিফ। আলোচনা সভা শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মাছুদ। স্মরণ সভা শেষে বাউল গান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন